Skip to content

৫ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ট্রোলের মুখে জয়া, বিষয়বস্তু পোশাক!

নিত্যনতুন ট্রেন্ডের ভিড়ে ট্রোলিংও এখন যেন  জনপ্রিয় এক ট্রেন্ড। প্রতিনিয়ত সোশাল মিডিয়া সরব নতুন নতুন ট্রোল নিয়ে। বিয়ে,  ডিভোর্স,  পোশাক, বয়স, সাজসজ্জা  যেকোনো বিষয় নিয়ে শুরু হয়ে যায় ট্রোলিং। যেকোনো ফাঁকফোকর দিয়ে সেলেব্রিটিদের পুঙ্খানুপুঙ্খ যেকোনো বিষয় টেনে নিয়ে আসে ট্রোলাররা।

সম্প্রতি ট্রোলের শিকার জয়া আহসান। আর এবার বিষয়বস্তু জয়ার পোশাক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি আপলোড করেন জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে জয়া সেখানে মোহময়ী। পোস্টের পরপরই উপচে পড়ে কমেন্ট এবং লাইক। জয়ার অনুরাগীরা যেমন ছিলো তার প্রশংসায় পঞ্চমুখ। 

 

এবার ট্রোলের মুখে জয়া, বিষয়বস্তু পোশাক!

 

তেমনি একাংশকে দেখা যায় বিরূপ মন্তব্য পোষণ করতে।  জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে একেকর পর এক কুরুচিপূর্ণ  মন্তব্য আসতে থাকে কমেন্ট বক্সে। অবলীলায় তারা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। এ ধরনের নেতিবাচক কমেন্টে মাত্র ঘণ্টা তিনেকের মধ্যেই টইটুম্বুর  অভিনেত্রীর পোস্ট। তবে খারাপ মন্তব্য কারীদের জবাব দিতেও দেখা গিয়েছে  জয়ার অনুরাগীদের। তবে এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা যায় নি এই অভিনেত্রীকে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ