জেসিআই ঢাকা উত্তরের নতুন কমিটি ঘোষনা
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা উত্তরের ২০২১ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। সম্প্রতি রাজধানীর সিক্স সিজনস হোটেলে সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ফাতেমা আক্তার নাজকে প্রেসিডেন্ট এবং আবদুল মালেক তুষারকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) নির্বাচিত করা হয়েছে।
বোর্ডের অন্য সদস্যরা হলেন- রায়হাতুল জান্নাহ তাবিন (ভাইস প্রেসিডেন্ট), শাখাওয়াত হোসেন, (ভাইস প্রেসিডেন্ট), রাতুল দেব (সেক্রেটারি-জেনারেল), শাফাক হোসেন (ট্রেজারার), নাহিদা আকতার, (জেনারেল লিগ্যাল কাউন্সেল)। পরিচালকরা হলেন- জিয়াউল হক, রাজিব হোসেন, হিমেল তারিক, হাদিয়া চৌধুরী এবং শরিফ নীড়।
জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখেন।জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞ্যান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যাক্তিগত উন্নয়ন নিয়ে যার মাধ্যমে সমাজের সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে।