ফুটবলে ছেলেদের দলের কোচ হলেন ফাইজা হেইদার
মিসরীয় ইতিহাসে এই প্রথম নারী হিসেবে ছেলেদের ফুটবল দলের কোচের দায়িত্ব নেন ফাইজা হেইদার। মিসরের গিজা অঞ্চলের আইডিয়াল গোলডির দায়িত্ব নিয়েছেন এই নারী ফুটবলার।
ছোটবেলা থেকে ছেলেদের সঙ্গে ফুটবল খেলে বড় হয়েছেন এই ফুটবল প্রেমী নারী। দায়িত্ব পালন করেন নারী জাতীয় দলের অধিনায়ক হিসেবেও। মিসরের রাস্তায় ফুটবলের হাতেখড়ি ফাইজার। পরিবারের অমতেই হয়ে উঠেন ফুটবল খেলোয়াড়। বাধা পেয়েছিলেন প্রথম মায়ের কাছেই। কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা সে বাঁধাকে অতিক্রম করতে সক্ষম করেছে।
মিসরীয় ফুটবলে ছেলেদের আধিপত্যই বেশি। মেয়েদের লিগ শুরু হয় ২০০০ সাল থেকে।
তবে প্রস্তুতি নিয়েই ফাইজা পা রেখেছেন ফুটবলের কোচিং জগতে। শুরুতে সকলে ঠাট্টা তামাশা করলেও পরে সকলেই বুঝতে পেরেছেন তাঁর কাছে থেকে কিছু শিখতে পারবেন, নিজের দক্ষতা বাড়াতে পারবেন বলে জানান ৩৬ বছর বয়সী এই নারী। দায়িত্ব তুলে নেয় আইডিয়াল গোলডি ক্লাবের। ক্লাবটি মিসরীয় ফুটবলে চতুর্থ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।
মিসরীয় নারী ও পুরুষ কোচদের মধ্যে ফাইজা হেইদারই প্রথম যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের কাছ থেকে ' প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেটর' এর সম্মাননা লাভ করে।