Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শূন্যপদে লোক নিচ্ছে প্রভাতী কুরিয়ার লিমিটেড

ভাইয়া গ্রুপ অফ ইন্ড্রাস্টিজ এর মালিকানাধীন প্রতিষ্ঠান প্রভাতী কুরিয়ার লিমিটেড তিনটি শুন্যপদে লোক নিচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের কুরিয়ার ব্যবসায়ে নতুন ধারনা তৈরীতে কাজ শুরু করেছে। তারা "দিনের আলোয় ডেলিভারি" ক্যাম্পেইনে মার্চেন্টদের মন জয় করে নিয়েছে।

প্রতিষ্ঠানটির এইচআর বিভাগ জানায়, "এক্সিকিউটিভ- একাউন্টস, সিনিয়র এক্সিকিউটিভ- অপারেশন, এ্যাসিস্টেন্ট ম্যানেজার- বিজনেস ডেভেলপমেন্ট" তিনটি পদে আগামী ৩০ তারিখ পর্যন্ত সিভি জমা নেওয়া হচ্ছে। ই-মেইলে সিভি দিতে হবে –

career@provaticourier.com

এই এড্রেসে। একাউন্টস এক্সিকিউটিভ হিসেবে ১ বছর, সিনিয়র এক্সিকিউটিভ- অপারেশন – কুরিয়ার ইন্ড্রাস্টির একবছর এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এ্যাসিস্টেন্ট ম্যানেজারের ৩-৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ