Skip to content

করোনায় আক্রান্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবি নাজনীন

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবি নাজনীন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। গত ১৮ নভেম্বর নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হন। করোনা পরীক্ষা করা হলেও ফল নেগেটিভ আসে। কিন্তু দ্বিতীয় দফায়  পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। 

বেবি নাজনীন যুক্তরাষ্ট্রে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্র বিএনপির বরাত দিয়ে এই তথ্য পাওয়া যায়। 

বেবি নাজনীনের জন্ম ১৯৬৫ সালে নীলফামারীর সৈয়দপুরে। তিনি শ্রোতাদের কাল সারা রাত, ও বন্ধু তুমি কই, এলোমেলো বাতাসে, রংধনু থেকে সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তিনি তার গানের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ