আলোচিত ঢাবির ছাত্রী ধর্ষণ মামলার রায় ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করা হয়। আসামী মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামী মজনু আগেই গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। রায় ঘোষণার জন্য তাকে গতকাল আদালতে তোলা হয়। রায় ঘোষণার পর আবারো তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৫ জানুয়ারী বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে গলফ ক্লাবের কাছে পৌঁছালে ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মজনু। এই ঘটনায় ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করে। পরে রাব ১ এর হাতে গ্রেফতার হয় মজনু। আসামী মজনুর বিরুদ্ধে গত ১৬ মার্চ ঢাকার সি এম এম আদালতে মজনুর বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। ২৬ আগস্ট মজনুর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে। গত ৫ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহন শেষ হয়। ১২ নভেম্বর এই মামলার যুক্তি তর্ক শেষে ১৯ নভেম্বর মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়।