মৃতদেহের সাথে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে আটক মর্গের ডোমের সহকারী
ময়নাতদন্তের জন্য নেওয়া নারী মরদেহের সাথে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের ডোম মুন্না ভগত (২০) কে বৃহস্পতিবার আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।
দীর্ঘ দিন ধরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোমের সহকারী হিসেবে কাজ করতো মুন্না ভগত। সিআইডির ধারণা মতে প্রায় দেড় বছর যাবত মর্গে আসা নারী মৃতদেহের সাথে যৌনকর্ম করে আসছেন অভিযুক্ত।
ধর্ষণ, খুন ও আত্মহত্যা করা বা যেসব ঘটনায় মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়, সেসব মরদেহের আলামতের ডিএনএ সংগ্রহ ও তার ভিত্তিতে প্রোফাইল তৈরির কাজ করে থাকেন সিআইডি। এই কাজ করতে গিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গত ২০১৯ এর মার্চ থেকে নারী মৃতদেহে পুরুষ শুক্রাণুর উপস্থিতি পায় সিআইডি। আশ্চর্যজনক ভাবে একাধিক নারীর মরদেহে একই ব্যক্তির শুক্রাণু পাওয়া যায়। এরপর সিআইডি সে ব্যক্তিকে ধরার আভিযানে নামেন।
সিআইডি মরদেহে পাওয়া শুক্রাণুর উপর ভিত্তি করে একটি ডিএনএ প্রোফাইল তৈরি করে। পরবর্তীতে তদন্তের মাধ্যমে ঢাকার মোহাম্মদপুর ও কাফরুল থানার বেশ কিছু ঘটনার থেকে পাওয়া ডিএনএ প্রোফাইলের সাথে মর্গে পাওয়া শুক্রাণুর ডিএনএ প্রোফাইল মিলে যায়।
যার ভিত্তিতে সিআইডি অভিযুক্তকে চিহ্নিত করে এবং বৃহস্পতিবার আটক করে ।