‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’ এর জন্য নির্বাচিত এফ মাইনর
গিটারের একটি কর্ড-এর নাম এফ মাইনর। সেই নাম অনুসারে পাঁচটি মেয়ে একটি গানের দল তৈরি করে। আর তাদের গাওয়া গান হৃদয় জয় করে লাখো মানুষের। বয়সে তারা মাইনর, তবে গুণে নয়। আর এফ শব্দের ভেতরে যেই ফিমেল, ফ্রিডম, ফাইটার শব্দগুলি লুকিয়ে আছে। এফ মাইনর ব্যান্ড দলটি যেন তারই প্রতিভূ।
এফ মাইনর ব্যান্ডের সদস্যরা হলেন, পিংকি চিরান, নাদিয়া রিছিল, গ্লোরিয়া মান্দা, একিউ মারমা ও দিবা চিছাম।
সুর তোলার পাঁচটি যন্ত্র যখন এই ব্যান্ডের পাঁচ নারীর হাতে ঝংকৃত হয় তখন সৃষ্টি হয় সংগীতের অপূর্ব মূর্ছনা। এফ মাইনর তার সৃজনশীলতায় নতুন নতুন চমক উপহার দিয়ে যাচ্ছে আমাদের।
'অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯' দেখতে চোখ রাখুন পাক্ষিক অনন্যার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।