‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’ এর জন্য নির্বাচিত ফরিদা জামান
শিল্পী ফরিদা জামানের শৈশবের একটা অংশ কেটেছে চট্টগ্রামের পাহাড়-নদীর মনোরম প্রকৃতি চন্দ্রঘোনায়। যদিও তার জন্ম চাঁদপুরে। এই দুই নৈসর্গিক পরিবেশ থেকে তিনি নদীর তীরের মানুষ, মাছ ও জাল এবং গ্রামীণ জীবনধারার নানা অনুষঙ্গ খুঁজে পেয়েছেন।
কৃষক যেমন চাষের জন্য জমি তৈরি করেন, শিল্পী ফরিদা তেমনি শিল্পচাষের জন্য রং দিয়ে জলকাদাময় ডোবাভূমির মানচিত্র তুলে ধরেন।
শিল্পী ফরিদা জামান ১৯৭৮ সালে ভারতের বরোদার এমএস বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় এমএফএ এবং ১৯৯৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। এ পর্যন্ত তার আটটি একক প্রদর্শনী হয়েছে এবং শতাধিক দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করছেন।
'অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯' দেখতে চোখ রাখুন পাক্ষিক অনন্যার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।