Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’ এর জন্য নির্বাচিত শ্রীমতি সাহা

প্রবাদপ্রতিম দানবীর রণদাপ্রসাদ সাহার একমাত্র পুত্রবধূ শ্রীমতি সাহা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হন শ্রীমতির স্বামী-শ্বশুর। বিশাল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট হয়ে পড়ে অভিভাবকশূন্য। চরম এ দুঃসময়ে রণদাপ্রসাদ সাহার ছোট মেয়ে জয়াপতি কুমুদিনীর হাল ধরেন। কুমুদিনীর যোগ্য করে গড়ে তুলতে জয়াপতি ভাতৃবধূ শ্রীমতিকে নতুন করে পড়াশোনায় নিযুক্ত করেন।

 

১৯৮৩ সালে শ্রমজীবী মহিলাদের আত্মকর্মসংস্থানের অনন্য প্রতিষ্ঠান কুমুদিনী হ্যান্ডিক্রাফটের পরিচালনায় নিজেকে সম্পৃক্ত করেন শ্রীমতি। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৬ হাজার শ্রমজীবী নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে।

নারীশিক্ষা, দরিদ্র মানুষের কর্মসংস্থান, সমাজ থেকে কুসংস্কার দূর করাসহ সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রণদাপ্রসাদ সাহার মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছেন তার পুত্রবধূ।

 

'অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯' দেখতে চোখ রাখুন পাক্ষিক অনন্যার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ