‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’ এর জন্য নির্বাচিত হাজেরা বেগম
শত শিশুর মা হাজেরা বেগম। জীবনটা তার কাছে এক ভয়াবহ নিষ্ঠুর জায়গা। তিনি দেখেছেন গাঢ় অন্ধকার জগৎ। তাই তিনি আলোরদিশারী হয়ে তুলে এনেছেন ঐ জগতের শিশুকিশোরদের। জীবনের ছলনায় একসময় তাকে যৌনকর্মীর কাজ করতে হয়েছে। সেই পেশা ছেড়ে তিনি যৌনকর্মীদের সন্তানদের লেখাপড়া, খাবার ও আশ্রয়ের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেন।
তিনি চেয়েছেন যৌনপল্লীতে জন্ম নেওয়া এই বাচ্চাগুলোকে যেন বাধ্য হয়ে তাদের মায়ের পেশায় না আসতে হয়। তবে তার কোলে কেবল এখন কেবল যৌনকর্মীদের ছেলেমেয়ে নয়, মাদকাসক্ত, টোকাই, ভবঘুরেসহ সব মায়ের সন্তানই ঠাঁই পেয়েছে।
মা হাজেরা আমাদের দেখিয়ে দিয়েছেন জীবনের যেকোনো পর্যায় থেকেই জগতের সবচাইতে ভালো ভালো কাজগুলি করা সম্ভব। এর জন্য মানবিক মন আর তীব্র ইচ্ছাশক্তিই যথেষ্ট।
'অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯' দেখতে চোখ রাখুন পাক্ষিক অনন্যার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।