Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯ এর জন্য নির্বাচিত ইসরাত খান মজলিশ

ইসরাত খান মজলিশ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শখ করে বছরখানেক আগে টিভিএসের ওয়েগো ১১০ সিসির একটা স্কুটি কেনেন। সব বাধা পেরিয়ে মনের জোরেই শিখে ফেললেন স্কুটি চালানো। ইসরাত স্কুটি হাঁকিয়েই প্রতিদিন টিকাটুলী থেকে বারিধারা ডিওএইচএসে এসে অফিস করেন। হঠাৎ করেই তাঁর মাথায় বুদ্ধিটা এলো নারী বাইকারদের জন্য একটা ক্লাব করার। এভাবেই ইসরাতের হাত ধরে ২০১২ সালে যাত্রা শুরু করল বাংলাদেশ ওমেন রাইডার্স ক্লাব।

 

ক্লাবটি বিনা খরচেই নারীদের মোটরবাইক চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে। ক্লাবটি চালু করার পর নারী বাইকারদের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি কিছুটা কমেছে বলে মনে করেন ইসরাত। এই বাইকের গতির ভেতরেই নারী বাইকাররা খুঁজে নিচ্ছেন জীবনের ছন্দ, শিখে নিচ্ছেন জীবনের চড়াই উৎরাই।

 

'অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯' দেখতে চোখ রাখুন পাক্ষিক অনন্যার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ