Skip to content

২৪শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | সোমবার | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন ফটো সাংবাদিক রেহানা আক্তার

চলে গেলেন দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহানা আক্তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

 

স্বামী, দুই কন্যা রাদিয়া ইসলাম (১৫) ও রাবাব ইসলামসহ (৩) অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন রেহানা আক্তার। সোমবার রাতে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড বিবিএস মাঠ জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

 

দৈনিক ইত্তেফাকে স্টাফ ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন রেহানা আক্তার। একই সঙ্গে তিনি ছিলেন প্রতিষ্ঠানের একমাত্র নারী ফটো সাংবাদিক। দৈনিক ইত্তেফাকের আগে পাক্ষিক অন্যান্য, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ