Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সম্পর্ক শেষ করার কথা ভাবছেন?

 

 

প্রেম কিংবা বিয়ে যাই হোক না কেন, যদি সঙ্গীর সঙ্গে কোন কারণে আপনার জীবন কাটানো কঠিন হয়ে পড়ে, তাহলে নিজেকে কিছুটা সময় দিন। নিজেকে প্রশ্ন করুন, আরো ভাবুন, প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। আপনি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক রাখবেন কি রাখবেন না ওই প্রশ্নের উত্তরগুলো আপনাকে জানিয়ে দেবে। আপনি যদি কারও সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করুন,

 

•    সম্পর্কটা কি আপনাকে সুখী করার চেয়ে বেশি কষ্ট দিচ্ছে?
•    একই প্রসঙ্গ নিয়ে কি বারবার সঙ্গীর সঙ্গে ঝগড়া হচ্ছে?
•    সম্পর্কটা উন্নত করার কোন কি উপায় আছে?
•    দুজনে একসঙ্গে আনন্দে সময় কাটানোর চেয়ে কি ঝগড়া বেশি করছেন?
•    সম্পর্কটা কি মানসিকভাবে আপনাকে বিপর্যস্ত করে তুলছে?
•    সারাক্ষণ কি আপনি ঝগড়ার মুহূর্তগুলোর কথা ভাবছেন আর মনে মনে সব আগের মতো হয়ে যাবে আশা করছেন?
•    আপনি কি আপনাদের একান্ত সময় নিয়ে সুখী?
•    সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কি আপনি যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন?
•    আপনি কি সত্যিই আপনার সঙ্গীকে ভালবাসেন নাকি শুধুমাত্র একা হওয়ার ভয়ে একসঙ্গে আছেন?
•    সম্পর্ক শেষ হওয়ার পরে জীবন কেমন হবে সেটা নিয়ে চিন্তা করছেন?

 

যদি বেশিরভাগ উত্তর নেতিবাচক হয় তাহলে সম্পর্ক শেষ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। তবুও এটা মনে রাখা উচিত সম্পর্ক শেষ করা যতটা তাড়াতাড়ি সম্ভব, গড়া ততটাই কঠিন। তাই যেকোনো ধরনের সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়াই ভাল।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ