Skip to content

১০ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ত্রাণ নিতে গিয়ে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

ঢাকার কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকায় ত্রাণ নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছর বয়সী এক কন্যা শিশু। রবিবার বিকালে এ ঘটনার শিকার হয় সে। ধর্ষক মীর খলিলকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

 

জানা গেছে, ত্রাণ দেয়ার নাম করে ওই শিশুকে বাড়িতে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রেখে খলিল। এ সময় শিশুটি বেশ কয়েকবার ধর্ষণের শিকার হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো শাহ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার তদান্তকারী কর্মকর্তা অফিসার শাহাদাত হোসেন জানান, বিকাল তিনটায় শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করে। পরে রাত আটটায় শিশুটিকে তার বাড়ি সামনে রেখে ধর্ষক পালিয়ে যায়।

 

এলাকাবাসী শিশুটির মুখে ধর্ষকের নাম পরিচয় পেয়ে রাত ১০টায় খলিলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপার্দ করে। এ ব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ