Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেঙ্গো ড্রাগন ফ্রুট স্মুদি

মেঙ্গো ড্রাগন ফ্রুট স্মুদি

উপকরণ

পাকা আম ১টা, পানি ঝরানো টকদই ১ কাপ, কনডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ, ড্রাগন ফ্রুট ১টা, চিনি ৩ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ।

প্রণালি

আম, দই,কন্ডেন্সড মিল্ক একত্রে ব্লেন্ড করে নিন। ড্রাগন ফ্রুট, চিনি, লেবুর রস ব্লেন্ড করে নিন। দুটো মিশ্রণই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। একটা গ্লাসে প্রথমে আমের মিশ্রণ ৩/৪ গ্লাস নিয়ে নিন। গ্লাসের উপরে একটা চামচ ধরে আস্তে আস্তে  ড্রাগন ফ্রুটের মিশ্রণটা সাবধানে ঢেলে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। 

মেঙ্গো ড্রাগন ফ্রুট স্মুদি

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ