গরমের সোয়েট প্রুফ মেকআপ
গ্রীষ্মকালীন ঋতুতে মেকআপ করার কথা মনে পড়লে সবার আগে আসে সোয়েটিং আর এই কারণে অনেকেই মেকআপ করতে চান না। গরমের তীব্রতা বেড়ে চলছে, তাই সামার মেকআপ করার জন্য চাই ত্বকের যতœ এবং ত্বকের ধরন বুঝে সঠিক মেকআপ বেছে নেওয়া।
ত্বকের যত্ন-
ত্বকের নানাধরনের সমস্যার জন্য মেকআপ বেশি সোয়েট হয় মেকআপ ভালো হয় না। তাই মেকআপের আগে ফেসিয়াল করে নেওয়া ভালো। এতে স্কিন ক্লিন হয় মেকআপ ভালোভাবে বসে।
সামার মেকআপ শুরু করার আগে স্কিনে বরফে দিয়ে ম্যাসাস করে নিন।
বরফ ন্যাচারাল প্রাইমারের কাজ করে। তাছাড়া স্কিনের ওপেন পোরস ঢেকে দিয়ে স্কিনে স্মুদ করে ন্যাচারাল গ্লো আনে।
বেজ মেকআপ
সোয়েট প্রুফ মেকআপের জন্য বেজ মেকআপ হতে হবে হালকা/লাইট এবং ৫-৮ ঘণ্টা লং লাস্টিং করে এমন ফাউন্ডেশন।
আপনার স্কিনের কালারের চেয়ে এক সেড লাইট ফাউন্ডেশন নিন। ফাউন্ডেশনটি হতে হবে ওয়াটার প্রুফ। ফেস-এ অল্প করে ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করে নিন।
তারপর কন্সিলার দিয়ে নিন চোখের নিচে, নাকে উপরে এবং ফেস যেখানে স্পট আছে কন্সিলার দিন তারপর ভালো ব্রাশ/স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিন। লাইট কনট্যুরিং করুন ব্রাউন কালার।
তারপর লুজ পাউডার দিয়ে বেজ সেট করে নিন। লুজ পাউডার সোয়েট কমাতে সাহায্য করে।
হাইলাইটিং করে নিন অল্প করে লাইট পিচ কালার হালকা করে নাক, গালে ও কপালে। এতে ফেস গ্লো করবে।
আই-মেকআপ
সামার সোয়েট প্রুফ মেকআপের জন্য হালকা কালার আইশ্যাডোর গুলো বেছে নিন। হালকা/লাইট ব্রাউন, পিং, গোল্ডেন আইলাইনার দিন মাশকারা দিন ঘন করে। অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে।
লিপস্টিক
লাইট পিং পিচ্ যেকোনো ন্যাচারাল কালারই মানানসই। সবশেষ মেকআপ সেটিং স্পে দিতে ভুলবেন না এতে মেকআপে সোয়েট হবে না এবং মেকআপ লং লাস্টিং হবে।
হেয়ার স্টাইল করে নিতে পারেন খোঁপা ওয়ান বাণ, বেণি।
–ফাতেমাতুল মনীষা
বিউটি এক্সপার্ট
পিংক ব্লাশ বিউটি লাউঞ্জ