মাছ-মিষ্টি-মোর
শোল মাছ মিষ্টি আলুর ঝোল
উপকরণ
শোল মাছ ছয় পিস
মিষ্টি আলু ফালি এক কাপ
টমেটো ফালি করা দুইটা
পিঁয়াজকুচি একটা
পিঁয়াজ বাটা দুই টেবিল চামচ
রসুন বাটা এক চা চামচ
আদা বাটা আধা চা চামচ
হলুদগুঁড়া এক চা চামচ
মরিচগুঁড়া এক চা চামচ
ধনেগুঁড়া অল্প
কাঁচা মরিচ ফালি তিন/চারটা
ধনেপাতা স্বাদমতো
লবণ স্বাদমতো
পানি পরিমাণমতো
তেল অল্প