Skip to content

৫ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় কলেজছাত্রকে গলা কেটে হত্যা, আরেকজন গুলিবিদ্ধ

কুমিল্লা মহানগরীর রেসকোর্স এলাকার একটি ছাত্রাবাস থেকে সাগর দত্ত নামে কলেজছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই কক্ষ থেকে সজীব নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ সজীবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকালে তাদের উদ্ধার করা হয়।

নিহত সাগর ও আহত সজীব কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বলেন, কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভূইয়া হাউজ’ নামের ওই বাসায় কুমিল্লা সরকারি কলেজের ছাত্ররা মেস করে থাকে। ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। সেখানে সাগরের রক্তাক্ত লাশ পাওয়া যায়। আর গুলিবিদ্ধ সজীবকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, পুরনো বিরোধের জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার অন্য কিছুও থাকতে পারে। আমরা তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত বলতে পারব।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ