পাকা কাঁঠালে ত্বকের যত্ন
গ্রীষ্মকাল মানেই হলো ফলমূলের সমাহার। আম, জাম, লিচু, কাঁঠালসহ পাওয়া যায় নানা ধরনের মৌসুমি ফল। কাঁঠাল যে শুধু মৌসুমি ফল তা নয়। কাঁঠাল আমাদের জাতীয় ফল ও। স্বাদে ও গুণে অনন্য এই ফলটি অনেকে পছন্দ করে আবার অনেকে করে না। কাঁঠালের বিচিও সবার পছন্দের খাবার।
রসালো ফল হিসেবে পরিচিত কাঁঠাল খেতে যেমন সুস্বাদু তেমনি ত্বকের যত্নেও বেশ উপকারী। কাঁঠালের রস মুখের ব্রণ দূর করতে সাহায্য করে।
কম ঘুমের জন্য চোখের নিচে যে ব্ল্যাকহেডস পরে তা দূর করতেও কাঁঠালের জুড়ি নেই। এছাড়া ত্বকের শুষ্কতা দূর করতে কাঁঠাল উপকারী।
কাঁঠাল ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে মসৃণ করে তোলে। তাই ত্বককে ভালো রাখতে কাঁঠাল বেশ উপকারী ফল।
অনন্যা/এসএএস