
এশিয়া কাপ হকিতে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নাটোরের কনা আক্তার

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হওয়ার গৌরব অর্জন করেছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার কৃতি কন্যা কনা আক্তার। চীনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি দেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এই সাফল্যে সারাদেশে যেমন আনন্দ ছড়িয়ে পড়েছে, তেমনি নিজ এলাকা সন্যালপাড়া গ্রামেও বইছে উৎসবের আমেজ।
মাত্র ১৭ বছর বয়সী কনা বর্তমানে বিকেএসপির দশম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী কনা জাতীয় পর্যায় পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
তার এই অনন্য অর্জনে আনন্দে আত্মহারা তার পরিবার ও এলাকাবাসী। কনার বাবা আবু বকর ও মা চামেলি খাতুন বলেন, “আমাদের তিন মেয়ের মধ্যে কনা সবার ছোট। সে দেশের হয়ে খেলছে—এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজ বাড়িতে ফেরার পর কনা ছুটে যান তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও হকির প্রথম প্রেরণা পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামের কাছে। শিক্ষককে পেয়ে আবেগাপ্লুত কনা স্মৃতিচারণ করেন শৈশবের হকির হাতেখড়ির গল্প।
এ সময় কনার আগমনের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন নিজেই উপজেলা চত্বরে এসে তাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “কনার এই অর্জন এলাকার মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং নারীদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে।”
স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করেন, কনার প্রতি সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য এনে দিতে পারবেন তিনি।