
কনার বি/চ্ছেদের সাক্ষী ছিলেন নুসরাত ফারিয়া

সংসার জীবনের ছয় বছরে ইতি টেনেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে তার ও স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের।
দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালের ২১ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কনা ও গহীন। শুরুতে তাঁদেরকে ঘনিষ্ঠজনেরা সুখী দম্পতিই মনে করতেন। তবে ছয় বছর পার না হতেই আলাদা হলো তাঁদের পথ।
বিচ্ছেদের পর সামাজিক মাধ্যমে কনার ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন ছড়ালেও, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি এই সংগীতশিল্পী। আপাতত নিজ কাজ ও সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
সম্প্রতি কনার ডিভোর্সের একটি উকিল নোটিশ গণমাধ্যমে প্রকাশ পায়। সেখানে দেখা যায়, দুইজন সাক্ষী ছিলেন এই প্রক্রিয়ায়। তাঁদের একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অন্যজন গোলাম মোর্শেদ নামের এক ব্যক্তি।

শোবিজ অঙ্গনের অনেকেই জানেন, কনা ও ফারিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। এমনকি ফারিয়ার সঙ্গে কনার সাবেক স্বামী গহীনেরও ছিল সুসম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা ঘুরতে গিয়ে তাঁদের একসঙ্গে দেখা গেছে অনেকবার। বিচ্ছেদের সময়ে কাছের একজন হিসেবে ফারিয়া কনার পাশে ছিলেন, এমনটাই মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে নুসরাত ফারিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ব্যক্তিজীবনে নুসরাত ফারিয়াও একসময় বাগদান করেছিলেন রনি রিয়াদ রশিদের সঙ্গে, ২০২০ সালের ২১ মার্চ। তবে শেষ পর্যন্ত সে সম্পর্ক বিয়েতে গড়ায়নি।
সম্প্রতি ফারিয়াকে দেখা গেছে ‘জ্বীন ৩’ সিনেমায়, যেটি মুক্তি পায় গেল রোজার ঈদে। সিনেমাটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।