
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃ/ত্যু

রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, বনানী থানার সৈনিক ক্লাব রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর থেকে এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের বরাতে জানা গেছে, ওই নারী রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ঢাকাগামী কামিনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।