Skip to content

তালগাছ কাটা মানেই ঘরহারা বাবুই: এক প্রাকৃতিক সংকটের গল্প

তালগাছ কাটা মানেই ঘরহারা বাবুই: এক প্রাকৃতিক সংকটের গল্প

বহু বছর ধরে বাবুই পাখিদের প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিচিত তালগাছটি কেটে ফেলা হয়েছে।
গাছটিতে বেশ কয়েক জোড়া বাবুই পাখি বাসা বাঁধছিল। সেখানে থাকা পাখিদের বাসা,ছানা ও ডিম ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঝালকাঠির গুয়াটন গ্রামের স্থানীয়রা।


স্থানীয় সুত্রে জানা যায়, সেই গ্রামেরই বাসিন্দা মোবারক আলী ফকির ফারুক ব্যাপারীর কাছে গাছটি বিক্রি করেন। শ্রমিকেরা যখন গাাছটি কাটে কয়েকজন গাছটি কাটতে বাধা প্রদান করেন,এমনকি গাছের মূল্য পরিশোধ করতে চাইলেও তারা থেমে থাকে নি। শেষ রক্ষা পেল না বাবুই পাখিদের আশ্রয়স্থলটি।


গাছ কাটার পর জানতে পারলে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

ঝালকাঠির সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ফরেস্টার মো.আরিফুর রহমান বলেন,”খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং ইউএনও কে জানানো হলে তাঁর নির্দেশে গাছটি জব্দ করা হয়।”

স্থানীয়রা বলেন, “এটা শুধু একটা গাছ নয়, এটা প্রাণবৈচিত্রের আশ্রয়স্থল। এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।”

কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতার দুটি লাইন -” কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়
নিজ হাতে গোড়া মর কাঁচা ঘর খাসা।”—— কিন্তু মানুষের লোভ ও অসচেতনতায় বলি হলো তাদের সেই সুখ ও স্বাধীনতা।