
হানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন দিলজিৎ দোসাঞ্জ

পাহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতির জেরে বিপাকে পড়েছেন পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ। দিলজিৎ দোসাঞ্জের আসন্ন সিনেমা ‘সর্দারজি থ্রি’তে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। যার কারণে দিলজিৎকে ভারতে নিষিদ্ধ করার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো হয়েছে।
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে দিলজিৎ বলেন, ছবি সাইন করার সময় ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক ছিল।
তার ভাষ্য, ‘যখন সিনেমাটি তৈরি হয়েছিল, তখন পরিস্থিতি ভালো ছিল। ছবিটি ফেব্রুয়ারিতে শুট করা হয়। এরপর অনেক কিছু ঘটে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যখন পাহেলগাম হামলা ঘটল, প্রযোজকরা বুঝে গেলেন ভারতে আর এটি মুক্তি দেওয়া যাবে না। কিন্তু তারা অনেক টাকা বিনিয়োগ করেছেন, তাই বিদেশে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা শতভাগ ক্ষতির মুখে পড়বেন, কারণ একটি পুরো অঞ্চল বাদ পড়ছে।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, যখন আমি ছবিটি সাইন করি, তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল। এখন প্রযোজকরা বিদেশে মুক্তি দিতে চাইছেন, আমাকে তাদের পাশে থাকতেই হবে।’
একই সাক্ষাৎকারে তিনি হানিয়া আমিরের সঙ্গে কাজ নিয়ে বলেন, ‘হানিয়া আমির ভালো অভিনেত্রী, খুব পেশাদার।’
প্রযোজকদের পাশে দাঁড়িয়ে দিলজিৎ সিনেমার ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যার প্রতিক্রিয়া মিশ্র ছিল। কেউ কেউ সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত হলেও, অনেকেই হামলার পরও পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করায় দিলজিৎকে নিয়ে প্রশ্ন তুলেছেন। কিছুক্ষণ পর, দিলজিৎ হানিয়া আমিরকে নিয়ে একটি গানের টিজার শেয়ার করেন, যা পরবর্তীতে সমালোচনার মুখে সরিয়ে নেন।