Skip to content

কাধে ব্যাগের বাহারি ফ্যাশন

কাধে ব্যাগের বাহারি ফ্যাশন

ব্যাগ শুধু প্রয়োজনীয় জিনিসপত্র রাখার বস্তু নয়, এখন এটি রীতিমতো ফ্যাশনের অংশ। কলেজ, অফিস, পার্টি কিংবা ঘুরতে যাওয়া সব জায়গাতেই মানানসই ব্যাগ না হলে সাজে যেন কোথাও একটু ফাঁক থেকেই যায়। ছোট হোক বা বড়, ব্যাগ একজনের স্টাইল আর ব্যক্তিত্বে আলাদা মাত্রা যোগ করে।

ব্যাগে সাধারণত রাখা হয় মোবাইল, টাকা-পয়সা, প্রসাধনী ও নানান টুকিটাকি জিনিস। হুট করে কেনাকাটা হোক বা বৃষ্টির ছিটা থেকে জিনিসপত্র বাঁচানো ব্যাগ সব ক্ষেত্রেই সহায়ক। এমনকি অনেকেই এখন ব্যাগের ভেতরে ভাঁজ করা সিনথেটিক ব্যাগ রাখেন, যাতে প্রয়োজনে হাতের কাছে পাওয়া যায়।

এখনকার ফ্যাশনে রয়েছে ব্যাগের রকমারি ধরন। ছোট থেকে বড়, হালকা থেকে ভারী বাজারে পাওয়া যায় নানা ডিজাইন ও উপকরণের ব্যাগ।

ব্যাকপ্যাক: ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত সবার জন্য প্রিয়। এম-গিয়ার ও টি-গিয়ার ব্যাগপ্যাক বেশ জনপ্রিয়।

টোট ব্যাগ ও শোল্ডার ব্যাগ: ছাত্রীদের পছন্দের তালিকায় এগুলো শীর্ষে।

ক্রসবডি, লেদার ও সিনথেটিক লেদারের ব্যাগ: যারা অফিস বা ব্যবসা করেন, তাদের জন্য আদর্শ।

পার্টি ব্যাগ: পার্স, বটুয়া, ক্লাচ সব ধরনের জমকালো ডিজাইন পাওয়া যায় নানা ব্র্যান্ডে।

ব্যাগে এখন দেখা যাচ্ছে রঙের খেলাও কালো, সাদা, নীল, সবুজ, গোলাপি, লাল, পিচ ইত্যাদি রঙে রয়েছে নানা অপশন। কেউ পছন্দ করেন ডেনিম ব্যাগ, কেউবা পাট, চট বা হ্যান্ডপেইন্ট করা ব্যাগ। হ্যান্ডমেড ব্লক প্রিন্টও বেশ চলছে এখন।

বানজারা ব্যাগ এখনকার ট্রেন্ডের শীর্ষে। চটের তৈরি এসব ব্যাগে কড়ি, চুমকি, সুতার ঝালর, পুঁতি ও লেইস দিয়ে করা হয় দারুণ কারুকাজ। কাঁধে ঝোলানোর মতো চওড়া চেইনও থাকে অনেকগুলোতে। ঘুরতে যাওয়া থেকে পার্টি সব জায়গাতেই মানিয়ে যায়।

ব্যাগের যত্ন নিবেন এযেভাভাবে

চামড়ার ব্যাগ

– প্রতিদিন বা একদিন পরপর নরম কাপড়ে মুছে নিন

– বিশেষ ক্লিনজার দিয়ে বছরে দু’বার পরিষ্কার করুন

– স্যাঁতসেঁতে জায়গা বা পানির কাছে রাখবেন না

– বেশি দিন না ব্যবহার করলে খোলামেলা জায়গায় ঝুলিয়ে রাখুন

কৃত্রিম চামড়ার ব্যাগ

– নিয়মিত ব্যবহার করলে ধুলা জমে, তাই নরম কাপড়ে মুছে রাখুন

– দীর্ঘ সময় আটকে রাখলে ব্যাগ নষ্ট হয়ে যেতে পারে

কাপড়ের ব্যাগ

– ডিটারজেন্ট পানিতে গুলিয়ে ধুয়ে নিন

– নিংড়ে না দিয়ে পানি ঝরিয়ে রোদে শুকান

পাটের ব্যাগ

– গরম পানিতে সামান্য ডিসওয়াশার মিশিয়ে পুরনো ব্রাশ দিয়ে ঘষে দাগ তোলুন

– শুকনো রাখুন, ভেজা জায়গায় রাখবেন না

পার্টি ব্যাগ

– ব্যবহার শেষে টিস্যু দিয়ে মুছে বাতাসে কিছুক্ষণ রাখুন

– ছোট পার্স টিস্যু দিয়ে মুড়িয়ে রাখুন, বড় ব্যাগ কাপড়ে মোড়ানো ভালো

কোথা থেকে কিনবেন?

চামড়ার ব্যাগ কিনতে পারেন: গুটিপা, ব্যাগ প্যাকার্স, আড়ং, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, বাটা, অ্যাপেক্স

কাপড়, পাট বা ট্র্যাডিশনাল ব্যাগের জন্য: দেশাল, আড়ং, কে ক্র্যাফট, মায়াসির, নাগরদোলা, বিবিয়ানা, রঙ বাংলাদেশ, অঞ্জন’স

সাশ্রয়ী দামে কৃত্রিম চামড়ার ব্যাগ পেতে পারেন
নিউমার্কেট, গাউছিয়া, শ্যামলী স্কয়ার, ফরচুন মল, টোকিও স্কয়ার, সীমান্ত স্কয়ার

ব্যাগ এখন আর শুধু প্রয়োজন নয়। এটা নিজস্ব স্টাইলেরও প্রকাশ। তাই আপনার পোশাক ও পরিবেশের সঙ্গে মানানসই ব্যাগ বেছে নিয়ে বেরিয়ে পড়ুন আত্মবিশ্বাসের সঙ্গে। ব্যাগ থাকুক কাঁধে, আর স্টাইল থাকুক আপনার নিজের হাতে।