রাজাকারকে কু/পিয়ে হ/ত্যা করা সাহসী মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

দেশের মহান মুক্তিযুদ্ধে এক অনন্য সাহসিকতার ইতিহাস রচনা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল শতবর্ষের কাছাকাছি।
১৯৭১ সালে সখিনা বেগম তদানিন্তন মতিউর রহমান সমর্থিত অংশ নিয়ে হানাদার পাকিস্তানি বাহিনী ও রাজাকারের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেসময় তিনি রাজাকারদের হাতে তার স্বামী শহীদ হওয়ার পর ‘বঙ্গবন্ধু বাহিনী’র সদস্যদের কাছে খবর পাঠান এবং রাজাকারদের গতিবিধি জানিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন।
একপর্যায়ে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে তিনি নির্যাতনের শিকার হন। কিন্তু মৃত্যুভয়কে উপেক্ষা করে পালিয়ে এসে প্রতিশোধ নেন। তিনি নিজ হাতে নিকলী থানার পাঁচ রাজাকারের কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন।
সেই দুঃসাহসিক কাজের স্মৃতি এখনও জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তার নামেও একটি স্থান “সখিনা বেগম নাম ফলক” নামে পরিচিত।
এই বীর নারীর মৃত্যুতে জাতি হারাল একজন নির্ভীক যোদ্ধা ও প্রতিরোধের প্রতীককে।