‘সিতারে জামিন পারে’র বিত/র্কিত দৃশ্য কাটতে বলায় আমিরের স্পষ্ট না

বলিউড সুপারস্টার আমির খানের আলোচিত সিনেমা ‘সিতারে জামিন পার’ আগামী ২০ জুন মুক্তির কথা রয়েছে। তবে মুক্তির আগেই আর এস প্রসন্ন পরিচালিত সিনেমা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সিনেমাটি নিয়ে সার্টফিকেশন বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন প্রযোজক আমির খান।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) আমির খানের ‘সিতারে জামিন পার’ সিনেমাটির দুটি দৃশ্য কর্তনের পরামর্শ দিয়েছে। কিন্তু আমির খান কোনো পরিবর্তন করতে রাজি হননি, যার ফলে সার্টিফিকেট পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
সেন্সর বোর্ডের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, সিবিএফসি দুটি দৃশ্য কাটতে বলেছে। কিন্তু আমির খান মনে করেন, এ সিনেমা বিনা কর্তনে সার্টিফিকেট পাওয়ার যোগ্য। তিনি ও পরিচালক ভেবেচিন্তেই সিনেমাটি বানিয়েছেন।
আমির মনে করেন, সিনেমার কিছু দৃশ্য ও সংলাপ প্রেক্ষাপট অনুযায়ী সম্পূর্ণ সঠিক এবং তা কর্তনের প্রয়োজন নেই। তবে সিবিএফসি যে দুটি দৃশ্য কেটে দিতে বলেছে, সেই বিষয় এখনো প্রকাশ্যে আসেনি।
জানা যায়, আমির খান কর্তন মেনে নিতে রাজি হননি, তাই ‘সিতারে জামিন পার’-এর সার্টিফিকেট দেওয়া হয়নি। সোমবার সিবিএফসির কমিটির সঙ্গে দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করার সময় চেয়েছেন আমির খান। ১৬ জুনের মধ্যে ছবিটি ছাড়পত্র পেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এরপরই অগ্রিম বুকিং শুরু হবে। কারণ, সেন্সর সার্টিফিকেট ছাড়া সিনেমা হল টিকিট বিক্রি করতে পারে না।
সবকিছু ঠিক থাকলে ‘সিতারে জামিন পার’ সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২০ জুন এবং শুধু ভারতেই এটি তিন থেকে সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানিয়েছে পিঙ্কভিলা।
এটি ‘তারে জামিন পার’-এর একটি স্পিরিচুয়াল রিমেক, এতে আমিরের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া ডি’সুজাকে।