Skip to content

আহমেদাবাদে বিমানের মর্মান্তিক দুর্ঘটনা: দেরিতে ফ্লাইটে পৌঁছে প্রাণে বাঁচলেন এক নারী

আহমেদাবাদে বিমানের মর্মান্তিক দুর্ঘটনা: দেরিতে ফ্লাইটে পৌঁছে প্রাণে বাঁচলেন এক নারী

ভারতের আহমেদাবাদ শহরে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে এই ঘটনার মাঝেও ভাগ্যের এক অদ্ভুত খেলা দেখে অবাক হয়েছেন অনেকেই।

এক নারী, যিনি মাত্র ২০ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছেছিলেন, মিস করে ফেলেন ওই দুর্ভাগা ফ্লাইটটি — আর সে কারণেই তিনি আজ জীবিত।

নারীটি জানান, আহমেদাবাদ থেকে রওনা হওয়ার কথা ছিল তাঁর। দেরি করে পৌঁছানোর কারণে বিমানে উঠতে না পারার জন্য নিজেকে প্রচণ্ড দোষ দিচ্ছিলেন তিনি। মনে হচ্ছিল, সময়মতো না পৌঁছে জীবনের এক গুরুত্বপূর্ণ সুযোগ হারালেন।কিন্তু কিছু সময় পরেই যখন খবর আসে — সেই বিমানটি দুর্ঘটনায় পড়ে ভেঙে পড়ে এবং অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে — তখন হতবাক হয়ে যান তিনি। ধীরে ধীরে তাঁর মনের মধ্যে জন্ম নেয় কৃতজ্ঞতা ও বিস্ময়ের এক মিশ্র অনুভূতি।তিনি বলেন, “আমি ভাবতেই পারিনি, ওই কয়েক মিনিটের দেরি আমাকে নতুন জীবন দেবে। এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া আর কিছুই হতে পারে না।”এই অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়ার ঘটনায় অনেকেই একে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করছেন। দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করার পাশাপাশি তিনি তাঁর জীবন ফিরে পাওয়ার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েছেন।এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় — কখনও কখনও সময়ের সামান্য এদিক-সেদিকই নির্ধারণ করে দেয় জীবন-মৃত্যুর সীমারেখা।