নারী সেজে ভিডিও বানাতেন চিকিৎসক স্বামী

ভারতের উত্তর প্রদেশের এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে পর্ন ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু ছবি ভাইরাল হওয়ার পর ঘটনাটি সামনে আসে। ছবিতে তাঁকে নারী সেজে থাকতে দেখা গেছে।
বরুনেশ দুবে নামের এই চিকিৎসকের স্ত্রী সিম্পি পান্ডে দাবি করেছেন, তাঁর স্বামী সরকারি কোয়ার্টারে অন্য পুরুষদের সঙ্গে অশ্লীল ভিডিও করতেন এবং তা অনলাইনে বিক্রি করতেন।সিম্পি পান্ডে অভিযোগ করে বলেন, ‘আমি একদিন এক পেইড ওয়েবসাইটে কিছু ভিডিও পাই। টাকা দিয়ে ভিডিও দেখি, দেখি আমার স্বামী নিজের বাড়িতে পর্ন ভিডিও বানাচ্ছেন। যখন আমি বিষয়টি নিয়ে কথা বলতে যাই, তখন তিনি আমাকে ও আমার ভাইকে মারধর করেন।’
তার স্ত্রী আরও বলেন, তাঁর স্বামী নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ বলে পরিচয় দিতেন এবং অন্য পুরুষদের বাড়িতে এনে ভিডিও করতেন।স্ত্রী সিম্পির অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসক দুবের বাড়িতে অভিযান চালায়। তাঁর বিরুদ্ধে মামলাও করেছে পুলিশ।
চিকিৎসক বরুনেশ দুবে একজন জেল চিকিৎসক। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমার স্ত্রী আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি আমার বাবার মৃত্যুর পর আমার সম্পত্তি দখল করতে চান।’
এক ভিডিও বার্তায় দুবে বলেন, ‘তিনি (স্ত্রী) একজন “ডাকাত স্ত্রী”। আমার ৮৫ বছরের বৃদ্ধ বাবাকে গালাগাল দিতেন, মানসিক নির্যাতন করতেন। আমার বাবার মৃত্যুর পেছনে তাঁরই ভূমিকা আছে। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন, আমাদের সন্তানকে ব্যালকনি থেকে ফেলে দেবেন।’
জেল চিকিৎসক আরও দাবি করেন, ‘তিনি আমার ফোন দিয়ে ডিপফেক ভিডিও তৈরি করেছেন। আমার দুর্নাম করেছেন। তিনি চান, আমি আত্মহত্যা করি। কিন্তু আমি আত্মহত্যা করব না, শেষ পর্যন্ত লড়াই করব।’
দুবে আরও বলেন, একবার তিনি (স্ত্রী সিম্পি) ও তাঁর চাচি মিলে তাঁদের বাড়িতে হামলা চালিয়েছেন। বাড়ি থেকে তাঁর ফোনও চুরি করে নিয়ে যাওয়া হয়।
উপমুখ্য চিকিৎসা কর্মকর্তা মহেন্দ্র প্রসাদ বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।