বাংলা নববর্ষে আসছে ‘ননসেন্স’

বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে নতুন এক পারিবারিক ড্রামা ও থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘ননসেন্স’। শহরের অ্যাপার্টমেন্টে পাশাপাশি থাকা দুটি পরিবারের মানসিক দ্বন্দ্ব আর সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত এই ছয় পর্বের সিরিজটি পরিচালনা করেছেন রাকেশ বসু।
শুক্রবার বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমিতে সিরিজটির একটি বিশেষ প্রদর্শনী (প্রেস শো) অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালকসহ সিরিজের অভিনেতা-অভিনেত্রীরা।
পরিচালক রাকেশ বসু জানান, গল্পটি শুরু হয় একজন মধ্যবিত্ত মানুষকে ঘিরে, যিনি সব সময় সবার মন রাখতে চান। কিন্তু হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবার ও পাশের ফ্ল্যাটের পরিবারের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। কেন এই দ্বন্দ্ব, কী সেই ঘটনা তা ধাপে ধাপে উন্মোচিত হবে সিরিজের কাহিনিতে।
“এই সিরিজে আমরা চেষ্টা করেছি শহুরে জীবনের নানা সংকট ও সম্পর্কের জটিলতা স্যাটায়ার ও রিয়েলিজমের মাধ্যমে তুলে ধরতে। রাজনৈতিক প্রসঙ্গও পরোক্ষে উঠে এসেছে,” বলেন রাকেশ।
‘ননসেন্স’-এ অভিনয় করেছেন পরিচিত সব মুখ। জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, টনি মাইকেল গোমেজসহ আরও অনেকে আছেন অভিনেতাদের তালিকায়। প্রায় এক বছর আগে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয় সিরিজটির।
বঙ্গ জানিয়েছে, তাদের সব সময়ের লক্ষ্য দর্শকের চাহিদা ও রুচির সঙ্গে তাল মিলিয়ে কনটেন্ট তৈরি করা। ‘ননসেন্স’ও সেই ধারার ব্যতিক্রম নয়। এখানে থাকবে কমেডি, থ্রিল এবং শহুরে জীবনের বাস্তবতা সব মিলিয়ে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে প্রস্তুত সিরিজটি।
পরিচালক রাকেশ বসুর এটি প্রথম ওয়েব সিরিজ। এর আগে তিনি বঙ্গের জন্য একক নাটক নির্মাণ করেছেন। তাঁর মতে, “নাটকে অনেক কিছু সীমাবদ্ধ থাকে, যা ওয়েব সিরিজে অনেক বেশি খোলামেলা ভাবে উপস্থাপন করা যায়। তাই এই মাধ্যমে গল্প বলার সুযোগও বেশি।”
সিটি লাইফের কনফ্লিক্ট, পারিবারিক সম্পর্কের টানাপড়েন আর রাজনৈতিক ছায়া সব মিলিয়ে ‘ননসেন্স’ হতে পারে বাংলা ওটিটিতে এক নতুন স্বাদ।