ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর আয় কেমন
ঈদুল ফিতরের উপলক্ষে দেশের বিনোদন অঙ্গনে আনন্দের ঝলক দেখা যাচ্ছে। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদে সিনেমা হলে দর্শকদের ভিড় অনেক বেশি হয়। প্রতি বছরই ঈদের সময় বিভিন্ন সিনেমা মুক্তি পায়, আর এবারের ঈদেও মুক্তি পেয়েছে ৬টি নতুন ছবি। এই সিনেমাগুলোর মধ্যে রয়েছে: ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।
ঈদের প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক ভিড় দেখা গেছে। এমনকি মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বুক করেও সিনেমা দেখা যাচ্ছে না। সিনেমাপ্রেমীদের মাঝে জানার আগ্রহ তৈরি হয়েছে, মুক্তির পর তিন দিনের আয় কত ছিল। বাংলাদেশে বক্স অফিস কালেকশনের সঠিক রেকর্ড না থাকায়, সিনেমাগুলোর আয় জানা কঠিন হয়ে পড়ে। তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদ জানিয়েছেন, ঈদের সিনেমাগুলোর মাল্টিপ্লেক্সে তৃতীয় দিনের আয়।

তাঁর মতে, ব্লকবাস্টার সিনেমা ছাড়া অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোতে প্রতিদিন প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা সত্যিই একটি রেকর্ড। ভবিষ্যতে নতুন কিছু মাল্টিপ্লেক্স চালু হলে এবং কিছু পুরনো শাখা মেরামত হলে একদিনে মাল্টিপ্লেক্সের আয়ের সম্ভাবনা ১ কোটি ২০ লাখ টাকা হতে পারে।
এছাড়া, ‘বরবাদ’ সিনেমার শো ৩৫% বেড়ে গেছে, এবং আয়ও বেড়েছে ৩২%। স্টার সিনেপ্লেক্সে ৪২টি শো হাউজফুল হয়েছে। তৃতীয় দিনে ‘বরবাদ’ সিনেমাটি গত বছরের আলোচিত সিনেমা ‘দরদ’ এর মোট আয়কে প্রায় ছুঁয়ে ফেলেছে।
আয়ের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। ৩য় দিনে মাল্টিপ্লেক্সের ৫৬টি শো থেকে সিনেমাটি আয় করেছে ৫৮ লাখ ৫৪ হাজার টাকা, এবং তিন দিনে মোট আয় হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে আফরান নিশোর অভিনীত ‘দাগি’। সিনেমাটি ৩ দিন ধরে মাল্টিপ্লেক্সের ৩৩টি শো থেকে আয় করেছে ২৬ লাখ ৫৮ হাজার টাকা, মোট আয় ৬৯ লাখ ৪৩ হাজার টাকা।
এদিকে, সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘির অভিনীত ‘জংলি’ সিনেমাটি ৩য় দিনে ৯টি শো থেকে আয় করেছে ৭ লাখ ৯৯ হাজার টাকা, এবং তিন দিনে মোট আয় হয়েছে ২২ লাখ ১৭ হাজার টাকা।
অন্যদিকে, মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমা ৩য় দিনে ৭টি শো থেকে আয় করেছে ৫ লাখ ৫ হাজার টাকা, এবং মোট ৩ দিনে আয় হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা।