স্বপনের ৪০০ কোটি টাকার রহস্য
চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এবার আসছে এর দ্বিতীয় সিজন। এটি মুক্তি পাবে ঈদুল ফিতরের চাঁদরাতে। সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন, আর এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ারসহ আরও অনেকে। নতুন সিজনে যুক্ত হয়েছেন জেফার রহমান ও সুমন বড়ুয়া।
প্রথম সিজনে অনেক রহস্যের জন্ম হয়েছিল। বিশেষ করে ৪০০ কোটি টাকা কোথায় গেল? এই নিয়ে দর্শকদের মনে বহু প্রশ্ন ছিল। দ্বিতীয় সিজনে সেই রহস্যের জট খুলবে কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

নতুন সিজনে স্বপন তার পুরনো রূপেই থাকছে, তবে এবার তার লক্ষ্য আরও বড়। রহস্যের গভীরে গিয়ে খুঁজতে হবে সেই ৪০০ কোটি টাকা। সেই সঙ্গে তার চারপাশের অপরাধের জগৎও আরও জটিল হয়ে উঠবে।
সিরিজে নতুন সংযোজন হলো ‘বৈয়াম পাখি’ দিশা যিনি রহস্য ও উত্তেজনা আরও বাড়িয়ে তুলবেন। তার চরিত্রে অভিনয় করেছেন জেফার রহমান। ট্রেলারে দিশাকে বলতে শোনা গেছে, ‘ব্ল্যাক মানি, হোয়াইট মানি, এগুলো কোনো ব্যাপার না। মানি ইজ জাস্ট মানি।’
শায়লা ও মোমেনা চরিত্রের উপস্থিতি নতুন রহস্য তৈরি করবে। ট্রেলারে শায়লাকে বলতে শোনা গেছে, ‘চার শ কোটির পঞ্চাশ কোটি আমারে দিবা।’ আবার মোমেনা বলছে, ‘তোমাকে তো চিনে ফেলেছি যাদুর বাপ।’ এই সংলাপগুলো ইঙ্গিত দেয়, স্বপন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে।
শায়লা চরিত্রে অভিনয় করা মিথিলা জানিয়েছেন নতুন সিজনে তার চরিত্রের কিছু কনফিউশন আরও বাড়বে, আবার কিছু সমাধানও হবে।
প্রথম সিজন মুক্তির পর মাত্র ১০০ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিং হওয়ার রেকর্ড গড়ে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিং-এর মাইলফলকও ছুঁয়ে ফেলে সিরিজটি। তাই দর্শকদের প্রত্যাশা এবার আরও বেশি।
মাইশেলফ অ্যালেন স্বপন ২-এর স্কেল আরও বড় করা হয়েছে। নির্মাতা শিহাব শাহীন জানান, গল্পের গভীরতা, চরিত্রগুলোর জটিলতা ও টুইস্ট সবকিছুই এবার আরও উন্নত করা হয়েছে। স্বপনের নতুন চ্যালেঞ্জ, রহস্য, আর দিশার অনুপ্রবেশ সব মিলিয়ে দর্শকদের জন্য এটি হতে চলেছে আরও উত্তেজনাপূর্ণ একটি সিজন।
এই রহস্যের সমাধান জানতে ঈদের চাঁদরাতে রাত ১২টায় চরকিতে চোখ রাখুন।