হালকা সাজে ঈদের সকাল

ঈদ মানেই উৎসব, আনন্দ ও সাজসজ্জার বিশেষ দিন। এই দিনটি ঘিরে সবার মধ্যেই থাকে সাজগোজের বাড়তি আগ্রহ। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঈদের সাজেও এসেছে নতুন ট্রেন্ড। বিশেষ করে গরমের দিনে আরামদায়ক ও হালকা সাজ এখন বেশ জনপ্রিয়। এবারের ঈদেও সেই ধারা অব্যাহত রয়েছে।
বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের সকাল মানেই আরামদায়ক পোশাক, হালকা গয়না ও স্বাভাবিক মেকআপ।
বিগত দিনে ঈদের সকালে ভারী মেকআপ ও জমকালো পোশাকের চল থাকলেও এখন বিষয়টি অনেকটাই বদলেছে। এখন সবাই বেশি গুরুত্ব দিচ্ছেন স্বস্তিদায়ক সাজে। বিশেষ করে যারা সকালেই ঈদের নামাজ পড়ে আত্মীয়স্বজনের বাসায় যান, তারা চাইলেও ভারী মেকআপ করতে পারেন না। তাই এখনকার ট্রেন্ড হলো ন্যাচারাল লুক, মিনিমাল মেকআপ ও হালকা পোশাক।
ঈদের সকালে পোশাকের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আরামদায়ক ও হালকা রঙের কাপড়ে। এবার ট্রেন্ডি হচ্ছে হালকা রঙের কটন, লিনেন বা মসলিনের সালোয়ার-কামিজ
সাদা, প্যাস্টেল বা সফট কালারের কুর্তি
আরামদায়ক ও ট্রেন্ডি পালাজো কিংবা সিম্পল শাড়ি এবং ছেলেদের জন্য পাতলা পাঞ্জাবি ও সুতির পাজামা। বিশেষ করে যেহেতু গরম বেশি তাই ভারী কাজের পোশাকের বদলে আরামদায়ক ফেব্রিককেই বেশি গুরুত্ব দিচ্ছেন সবাই।
সকালবেলার সাজে ভারী মেকআপ এড়িয়ে ন্যাচারাল লুকই বেশি জনপ্রিয়। এর জন্য মেয়েরা হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম, পাতলা আইলাইনার বা কাজল, হালকা ব্লাশ ও সফট লিপস্টিক ব্যবহার করেন। ছেলেদের জন্য সিম্পল ফেসওয়াশ ও হালকা ময়েশ্চারাইজার। সকালবেলায় খুব বেশি গ্ল্যামারাস মেকআপ না করলেও দিনের বাকি সময়ে একটু ভারী সাজ নেওয়া যেতে পারে।
আগে ঈদের সকালে ভারী গয়না পরার প্রচলন থাকলেও এখন হালকা ও স্টাইলিশ গয়নাই বেশি চলছে। দুল বা স্টাড, পাতলা গলার হার, হাতে স্লিম চুড়ি বা ব্রেসলেট এই গহনাগুলোই বেশি ব্যবহৃত হচ্ছে। অনেকেই এখন কৃত্রিম গয়নার চেয়ে ছোট্ট সোনার গয়না বা পার্ল সেট পরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
গরমে চুল খোলা রাখা অনেকের জন্যই আরামদায়ক নয়। তাই এখনকার ট্রেন্ড হল ঢিলা বেণি, খোলা চুলে হালকা কার্ল, পোনিটেইল বা বানের স্টাইল। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে সাধারণত ছোট ও ছিমছাম চুলের স্টাইলই বেশি জনপ্রিয়।
সাজের শেষ স্পর্শ হিসেবে পারফিউম বেশ গুরুত্বপূর্ণ। সকালে হালকা সুগন্ধির ব্যবহার স্বস্তি এনে দেয়। মৃদু ফ্লোরাল বা ফ্রেশ সুগন্ধি, মেয়েদের জন্য ছোট্ট ব্যাগ এবং ছেলেদের জন্য ন্যাচারাল ওয়াচ বা ব্রেসলেট এইগুলাই এখন বেশি ব্যবহৃত হয়।
ঈদের সকালে সাজ শুধু ব্যক্তিগত পছন্দ নয়, বরং এটি সামাজিক আচার-অনুষ্ঠানের অংশও বটে। আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ছবি তোলা এবং দিনটিকে উপভোগ করার জন্য আরামদায়ক ও ন্যাচারাল লুক এখন সময়ের দাবি।
এই ঈদেও তাই সাজগোজে ভারী মেকআপ ও পোশাকের পরিবর্তে সবার নজর থাকছে হালকা, স্বস্তিদায়ক ও ট্রেন্ডি স্টাইলের দিকে। ঈদের সকাল হোক হালকা সাজে আনন্দময়।