Skip to content

মেটার বিরুদ্ধে মামলা করে জিতলেন ব্রিটিশ নারী

২০১৭ সালে ব্রিটিশ নারী তানিয়া ওকারল গর্ভবতী হন, তবে বিষয়টি তখনো কাউকে জানাননি। তারপর কিছুদিন পর থেকেই তার ফেসবুক ফিডে গর্ভাবস্থা ও শিশুসংক্রান্ত বিজ্ঞাপন দেখা যেতে থাকে। এতে তিনি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হন এবং ২০২২ সালে মেটার বিরুদ্ধে মামলা করেন। 

তানিয়া দাবি করেছিলেন, ফেসবুক ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করে টার্গেটেড বিজ্ঞাপন দেখাচ্ছে, যা যুক্তরাজ্যের মার্কেটিং আইনের পরিপন্থি। মেটা যদিও দাবি করে, বিজ্ঞাপনগুলো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং ১০০ জনের বেশি মানুষের একটি গ্রুপকে টার্গেট করে, তবুও যুক্তরাজ্যের ডেটা নিয়ন্ত্রক সংস্থা আইসিও এ যুক্তি মেনে নেয়নি।

আইনগত লড়াইয়ের পর মেটা অবশেষে তানিয়ার ব্যক্তিগত তথ্যের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন বন্ধ করতে সম্মত হয়। তানিয়া ফেসবুক ব্যবহার চালিয়ে গেলেও নিজের গোপনীয়তা রক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে গেছেন। এ ঘটনাটি আমাদের ডিজিটাল গোপনীয়তা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।

অনন্যা ডেস্ক / এসএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ