Skip to content

ঈদ আয়োজনে খাদি বাই নুভিয়া

পোশাক একটা মানুষের চাহিদা তবে সে চাহিদা সবসময় চাহিদা হিসেবে থাকে না। ঈদে পোশাকের চাহিদা থেকে এটা ফ্যাশনের প্রাধান্য বেশি।
ঈদকে কেন্দ্র করে অনলাইন ফ্যাশন হাউজ হোক বা নানান ধরনের দোকান হোক সকলেরই রয়েছে বিশেষ বিশেষ আলোচনা। তেমনি অনলাইন ফ্যাশন হাউস খাদি বাই নুভিয়া নকশা এবং কালেকশন দুটোই আরামদায়ক এবং ফ্যাশনেবল।


ঈদ কালেকশন নিয়ে আমাদেরকে খাদি বাই নুভিয়ার, নাভিয়া জানান, আমাদের ঈদ এবারের মূল আকর্ষণ হচ্ছে শাড়ি এবং স্যালোয়ার কামিজ। আমরা সাধারণত ফুল কার্ড নিয়ে বেশি কাজ করি। এছাড়াও প্রাকৃতিক নানা প্রাকৃতিক নানা উপাদান যেমন ফুল, পাখি, লতাপাতা এগুলো প্রিন্ট এর মাধ্যমে শাড়ি এবং নিজের উপর ফুটিয়ে তোলা হয়। আমাদের শুরু হয়েছিল খাদি কাপড় দিয়ে। তবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সুতি, লিলেন এসব নিয়ে কাজ করি। তবে ডিজিটাল প্রিন্টের সেকশনটা সুতিতে ভালো হয় না জন্য ওইটা আমরা সিল্ক মসলিন এই কাপড়ে করে থাকি। ক্রেতারা সাধারণত রঙিন ফিউশন জিনিস পছন্দ করে থাকেন। এই কারণে আমরা সাধারণত রঙিন জিনিসই এনে থাকি।
এছাড়া বিভিন্ন ফোকার্ড, ফ্লাওয়ার মোটিভ আমরা যেগুলো নিয়ে কাজ করি এটা ক্রেতাদের চাহিদা রয়েছে। রং এর ক্ষেত্রে আমরা সব সময় ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাজ করি। এই বিষয়গুলো সব সময় আমাদের চিন্তাধারা থাকে। আর ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা এবার কিছু সুদিং কালার নিয়ে কাজ করেছি। আসন্ন গরমের কথা চিন্তা করে একটু আরাম পাবেন এই চিন্তা থেকে। পোশাকগুলো অবশ্যই পরিবেশের কথা মাথায় রেখে চিন্তা করা হয়। আমরা বেশিরভাগই তাঁতের কাপড় নিয়ে কাজ করি। যেমন হাতে বেনা তাঁতের কাপড়। এগুলো নিয়েই কাজ করার চেষ্টা করি বেশিরভাগ সময়। আর হচ্ছে একেবারে যেগুলো মেশিন ছাড়া তৈরি করা সম্ভব নয়, সেগুলোর জন্য আমরা মেশিন ব্যবহার করি। আর রঙের ক্ষেত্রে আমরা ইকো ফ্রেন্ডলি রঙ নিয়ে কাজ করি চেষ্টা করি বেশিরভাগ সময়ে। আর উৎসবকে কেন্দ্র করে অবশ্যই কাজ করা হয়। আমাদের প্রধান উৎসব দুটি ঈদ ছাড়াও দুর্গাপূজা, বৈশাখ, উৎসবগুলোকে মাথায় রেখে কাজ করা হয়।


রং নকশা ও নানান ফিউশনের মিশালেই তৈরি করা হয় খাদির পোশাক গুলো। যা দেখতে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দর। তাই এবারে ঈদে থাকো আকর্ষণীয় ও রঙিন কিছু।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ