নারীর নিরাপত্তায় স্বপ্নর ‘সেভ হ্যাভেন ফর উইমেন’

নারীরা দেশের বিভিন্ন স্থানে অনেক সময় হামলা, হয়রানি বা অশোভন আচরণের শিকার হয়ে থাকেন। সেইসব ঘটনা থেকে নিরাপত্তা দিতে নারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশের চেইন সুপারশপ স্বপ্ন।
রোববার (১৬ মার্চ) স্বপ্ন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ বিষয় সম্পর্কে ঘোষণা দেন । স্বপ্ন তাদের ফেসবুক পেজে জানিয়েছেন, ” পথে ঘাটে যদি কোনো নারী অশোভন আচরণের শিকার হন বা বিপদ আঁচ করতে পারেন তাহলে নিকটস্থ স্বপ্ন আউটলেটে আশ্রয় নিন । আপনাকে সহযোগিতা করতে পাশে থাকবে স্বপ্ন।”
স্বপ্ন ফেসবুকে এমন একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি রাতারাতি ভাইরাল হয়ে যায়। বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী বিষয়টি ইতিবাচকভাবে উল্লেখ করেছেন এবং স্বপ্নকে ধন্যবাদ জানিয়েছেন।
এ প্রসঙ্গে স্বপ্নের চেইন সুপারশপ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির বাংলাদেশ গার্ডিয়ানকে জানিয়েছেন, “নারী মানে সম্মান। নারী মানেই মায়ের জাতি। তাদের সর্বদা সম্মান করা উচিত। যে জাতি নারীদের সম্মান করতে জানে না তাদের ভবিষ্যৎ অন্ধকার। ফলে নারীদের সবসময় নিরাপদ ও সম্মান করা উচিত। আমরা এই উদ্যোগ নিয়েছি, যদিও আমরা ছোটখাটো জায়গা থেকে নারীদের নিরাপদ রাখতে চাই।”
অনন্যা ডেস্ক / এসএস