Skip to content

সাশ্রয়ী দামে যেখানে করবেন ঈদের কেনাকাটা

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত খিলগাঁও তালতলা মার্কেট। এটি সিটি করপোরেশন সুপার মার্কেট নামেও পরিচিত। দীর্ঘদিন ধরে এই মার্কেটটি ক্রেতাদের কাছে জনপ্রিয় একটি শপিং স্পট। বিশেষ করে ঈদের মৌসুমে যখন নতুন পোশাক, জুতা, গহনা ও আনুষঙ্গিক পণ্যের চাহিদা বেড়ে যায় তখন তালতলা মার্কেট হয়ে ওঠে মানুষের অন্যতম ভরসার জায়গা। কম দামে মানসম্মত পণ্য পাওয়ার কারণে এই বাজারে ক্রেতাদের ভিড় লেগেই থাকে।

খিলগাঁওয়ের এই বাজারের অন্যতম বড় সুবিধা হলো এখানে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায়। পোশাক, জুতা, গহনা, কসমেটিকস, গৃহসজ্জার সামগ্রী থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য পর্যন্ত সবকিছুই এখানে সাশ্রয়ী দামে পাওয়া যায়। শুধু ঈদের সময় নয়, বছরের অন্য সময়েও এই বাজারে ক্রেতাদের ভিড় লেগে থাকে।

দুটি প্রধান ফটকের যেকোনো একটিতে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি দোকান। রাস্তার দুই পাশেও গড়ে উঠেছে অস্থায়ী দোকান। রিকশা নিয়ে বাজার প্রাঙ্গণে প্রবেশের সুবিধা থাকায় ক্রেতাদের জন্য এটি আরও সুবিধাজনক।

তালতলা মার্কেটের মূল আকর্ষণ হলো পোশাকের বিশাল কালেকশন। এখানে শিশু, নারী ও পুরুষদের জন্য নানান ধরনের পোশাক পাওয়া যায়।

শিশুদের পোশাক – শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি, কটি, ওয়ান-পিস, টু-পিস, থ্রি-পিস।

নারীদের পোশাক – থ্রি-পিস, টু-পিস, জামদানি, কাতান, সিল্ক ও তাঁতের শাড়ি, ওড়না ও আনুষঙ্গিক পোশাক।

পুরুষদের পোশাক – ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, হাফহাতা শার্ট, পাঞ্জাবি, গ্যাবার্ডিন প্যান্ট, জিনস প্যান্ট।

এই বাজারে শার্টের দাম ৪৫০ টাকা থেকে ১,৩০০ টাকা, ফরমাল শার্টের দাম ৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা, টি-শার্টের দাম ১৫০ টাকা থেকে ৩৫০ টাকা, পাঞ্জাবির দাম ৭০০ টাকা থেকে শুরু, কটির দাম ৫০০ টাকা থেকে শুরু, থ্রি-পিসের দাম ৬৫০ টাকা থেকে ৩,৫০০ টাকা এবং শিশুদের পোশাকের ২০০ টাকা থেকে ১,৫০০ টাকার ভিতর। 

তালতলা মার্কেটে পোশাকের পাশাপাশি জুতা ও গহনার দারুণ সংগ্রহ রয়েছে।

ছোটদের জুতা – ২০০-৪৫০ টাকায়

মেয়েদের নাগরা ও হিল – ৩৫০-৭৫০ টাকা

স্লিপার – ১৫০-৩০০ টাকা

ছেলেদের জুতা – ৫০০ টাকা থেকে শুরু

চামড়ার ব্যাগ – ১,০০০-২,২০০ টাকা

এমন দামে জুতা বিক্রি হয় তালতলা মার্কেটে। 

কেনাকাটা করতে করতে যদি ক্লান্তি লাগে মার্কেটের মধ্যেই রয়েছে মুখরোচক খাবারের দোকান। ফুচকা, চটপটি, সমুচা, বিরিয়ানি – সবই পাওয়া যায় এখানে। এছাড়া মার্কেটের মাঝখানে রয়েছে তালতলা নার্সারি, যেখানে ফুল, ফল ও সবজির চারা পাওয়া যায়। ঈদের কেনাকাটার পর প্রিয়জনের জন্য গাছের চারা উপহার দিতে চাইলে, এখান থেকে কিনে নিতে পারেন।

কেন যাবেন তালতলা মার্কেটে?
এখানকার পণ্যের দাম অন্যান্য মার্কেটের তুলনায় বেশ সাশ্রয়ী। এক জায়গাতেই পোশাক, জুতা, গহনা, কসমেটিকস থেকে শুরু করে গৃহসজ্জার সামগ্রী পর্যন্ত সব পাওয়া যায়। পরিবার নিয়ে কেনাকাটার জন্য এটি একটি নিরাপদ স্থান। কেনাকাটার ক্লান্তি দূর করতে মুখরোচক খাবারের দোকান রয়েছে। ঈদের উপহার হিসেবে গাছের চারা কেনার সুযোগও মিলবে এখানে।

ঈদের কেনাকাটায় যারা কম খরচে মানসম্মত ও সুন্দর পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী কিনতে চান, তাদের জন্য খিলগাঁও তালতলা মার্কেট হতে পারে সেরা গন্তব্য। সাশ্রয়ী দামে পছন্দের পণ্য কেনার পাশাপাশি এখানে কেনাকাটার অভিজ্ঞতাও হবে আনন্দদায়ক।

তাই এই ঈদে সময় করে একবার তালতলা মার্কেট ঘুরে আসুন, নিশ্চিন্তেই আপনার পছন্দের পণ্য পাবেন বাজেটের মধ্যে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ