Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেইটে শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজ বিভাগের এক নারী শিক্ষার্থী। প্রতিবাদ করায় ঘটনাস্থলে থাকা আরেকজন শিক্ষার্থীকেও মারধর করার ভিডিও প্রমাণ পাওয়া যায়।

বুধবার (১২ মার্চ) দুপুরে কাজলা গেইটে এই ঘটনা ঘটে। হেনস্তাকারী ব্যক্তির নাম মিনহাজ তন্ময় এবং তিনি একজন যুবলীগ কর্মী। রাবি ক্যাম্পাস সংলগ্ন হ্যাট্রিক ক্যাফের মালিক তন্ময়। তন্ময়ের বাড়ি রাজশাহী নগরীর মতিহার থানার আমজাদের মোড় এলাকায়।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থী ফারহান মাহমুদ হতে জানা যায়, সে তার বান্ধুবিকে নিয়ে বাজার করছিলেন। এমন সময় পাশেই অবস্থান করা এক যুবক তার বান্ধুবিকে টিজ করে। প্রতিবাদ করায় অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে আসা তন্ময় নামের ছেলেটি ফারহান এবং তার বান্ধুবির উপর চড়াও হয় এবং এক পর্যায়ে তারা শারীরিকভাবে হেনস্তার শিকার হন।

ঘটনা চলাকালীন ফেসবুকে লাইভ করেন ফারহান মাহমুদ। তার লাইভ ভিডিওর সূত্র ধরেই হেনস্তাকারীর পরিচয় শনাক্ত করেন শিক্ষার্থীরা। লাইভ ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত তন্ময় এক নারী শিক্ষার্থীকে মারতে উদ্যত হয় এবং রিকশা করে চলে যাওয়ার চেষ্টা করেন। তাকে মুখোমুখি যুক্তি তর্কে ডাকায় লাইভ চলাকালীন সময়ের একপর্যায়ে হেনস্তাকারী যুবক তন্ময় ফারহানের দিকে তেড়ে আসেন এবং এরপরই লাইভটি বন্ধ হয়ে যায়।

কিছুক্ষণ পরই ইংরেজি বিভাগের বেশ কিছু শিক্ষার্থী একত্র হন। ফারহান বলেন, ‘এরপর একপর্যায়ে তন্ময় আমাকে এবং আমার বান্ধবীকে আবার মারধর করার জন্য তেড়ে আসে। বিশ্ববিদ্যালয়ের সামনে নারী শিক্ষার্থীকে এভাবে হেনস্তা ও মারধরের ঘটনায় বিস্মিত! আমরা মামলা করেছি। ন্যায্য বিচার চাই আমরা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই আমার পুরো প্রক্টোরিয়াল বডিকে সেখানে পাঠাই।আরও কয়েকজন শিক্ষকও ছিলেন। আমি মতিহার থানার ওসিকেও  বিষয়টি ইনফর্ম করি।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ‘বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটের সামনে আজকে দুপুরের একটি ঘটনার বিষয়ে শিক্ষার্থীরা বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

অনন্যা ডেস্ক

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ