বাজেটের মধ্যে ক্রোকারিজ কিনতে চেরাগ আলী মার্কেট
সাশ্রয়ী মূল্যে মানসম্মত সিরামিক ক্রোকারিজ কিনতে চাইলে চেরাগ আলী মার্কেট হতে পারে আপনার আদর্শ গন্তব্য। দেশের অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা সিরামিক বাজার হিসেবে পরিচিত এই বাজারে আপনি পেয়ে যাবেন ঘরের নিত্যপ্রয়োজনীয় প্লেট, বাটি, মগ থেকে শুরু করে ডিনার সেট, উপহারসামগ্রী, এমনকি ফরমাশ অনুযায়ী বিশেষ ডিজাইনের সিরামিক পণ্যও।
ঢাকার উত্তরা উত্তর স্টেশন থেকে হাউস বিল্ডিং হয়ে চেরাগ আলী মার্কেটে পৌঁছানো যায়। প্রধান সড়ক থেকে সাহাজ উদ্দিন সরকার আদর্শ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গলি দিয়ে কিছুটা এগোলেই দেখা মিলবে সিরামিকের বিশাল রাজ্য শের-ই-বাংলা সিরামিক মার্কেট।

চেরাগ আলী মার্কেটে সিরামিক পণ্যের বিশাল সমারোহ। সবচেয়ে সাধারণ চায়ের কাপ-পিরিচ থেকে শুরু করে পানির মগ, কফি মগ, জগ, প্লেট, নাশতা পরিবেশনের হাফ প্লেট, তরকারির বাটি, নুডলস বাটি, ফিরনি, পায়েস, দই পরিবেশনের বাটি, সসের বাটি, স্যুপ বাটি, পিৎজা প্লেট, স্যান্ডউইচ প্লেট, চা-কফির কেটলি, দুধ ও চিনি রাখার পট, ট্রে, লবণদানি—সবই মিলবে এক ছাদের নিচে।
এছাড়া বিভিন্ন আকৃতির বাটি, যেমন মাছের আকৃতির, ফুল-পাতা নকশার, পিৎজা বা স্যান্ডউইচ আকৃতির প্লেটও আছে এখানে। ডিনার সেটও পাওয়া যায়, যেখানে ২৭, ৩১, ৩২ ও ৫২ পণ্যের সেট রয়েছে।
বাজেটের মধ্যে মানসম্মত ক্রোকারিজ কেনার জন্য চেরাগ আলী বাজার আদর্শ। এখানে বিভিন্ন দামের পণ্য পাওয়া যায়। যেমন
চায়ের কাপ: ১৫০-২৫০ টাকা
চায়ের কাপ-পিরিচ সেট (৬টি): ৬০০-১২০০ টাকা
পানির মগ ও কফি মগ: ১৩০-২৫০ টাকা
ভাতের প্লেট (ডজন): ২১০০-৪০০০ টাকা
পোলাও প্লেট: ৬০০-১০০০ টাকা
৭ পিস তরকারির বাটির সেট: ১১৫০-১৪০০ টাকা
পিৎজা প্লেট: ৮০০ টাকা
স্যান্ডউইচ প্লেট: ১৭৫ টাকা
চা-কফির কেটলি, দুধ ও চিনি পটের সেট: ১২৫০-১৮৫০ টাকা
২৭ পণ্যের ডিনার সেট: ৩৫০০ টাকা থেকে শুরু
৫২ পণ্যের ডিনার সেট: ৮৫০০-৪০,৫০০ টাকা
ফরমাশ অনুযায়ী পণ্য তৈরির সুবিধা
এই বাজারে ব্যক্তি ও প্রতিষ্ঠানগত ফরমাশের সুবিধা রয়েছে। স্কুল, কলেজ, কর্পোরেট ইভেন্ট বা বিশেষ উপলক্ষ্যে লোগো, নাম, ছবি খোদাই করে কাস্টমাইজড সিরামিক উপহার বানানোর সুযোগ রয়েছে। ফরমাশের সংখ্যা যত বেশি হবে, খরচ তত কমবে।
যে কারণে যাবেন চেরাগ আলী মার্কেটে
কম দামে মানসম্মত সিরামিক পাবেন। দেশের অন্যান্য বাজারের তুলনায় এখানকার দাম তুলনামূলকভাবে কম। নানা ডিজাইনের পণ্য আছে এখানে। সাধারণ সিরামিক পণ্যের পাশাপাশি আকর্ষণীয় নকশা ও বিশেষ আকৃতির ক্রোকারিজ পাওয়া যায়। পাইকারি ও খুচরা কেনাকাটার জন্য ব্যবসায়ীদের কাছে এটি একটি আদর্শ বাজার। কাস্টমাইজড পণ্যের সুবিধা পাওয়া যাবে। প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উপহার হিসেবে নাম ও লোগোসহ সিরামিক সামগ্রী বানানো যায়।
যদি বাজেটের মধ্যে ভালো মানের সিরামিক ক্রোকারিজ কিনতে চান, তবে একবার চেরাগ আলী মার্কেট ঘুরে আসুন।