Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

উল্টো পথে যেতে নিষেধ করায় নারী কনস্টেবলকে মারধর

রবিবার (৯ মার্চ) দুপুরে সাভার থানা রোডে তুচ্ছ ঘটনায় এক নারী কনস্টেবলকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ব্যক্তিগত গাড়িচালক মো. সোহেল ওরফে বাবুকে আটক করেছে সাভার মডেল থানার পুলিশ। সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারী কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত। মেয়ের চিকিৎসার জন্য তিনি সাভারে থাকেন।

ভুক্তভোগী পুলিশ কনস্টেবল ইতি খানম বলেন, সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) মেয়েকে থেরাপি দেওয়ার সুবিধার্থে বর্তমানে তিনি সাভার থানা এলাকায় ভাইয়ের বাসায় থেকে কালিয়াকৈর থানায় দায়িত্ব পালন করেন। দুপুরে বাসা থেকে তিনি সাদা পোশাকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রিকশায় করে রওনা হন। থানা স্ট্যান্ডের কাছাকাছি রিকশাটি পৌঁছালে একটি প্রাইভেটকার ওই সময় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি রিকশার সামনে চলে আসে। এ সময় তিনি ওই গাড়ির লোককে উল্টো পথে না যাওয়ার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক গাড়িতে থাকা লাঠি দিয়ে ইতি খানমকে এলোপাতাড়ি পেটান।

ইতি খানম বলেন, “বিকাল থেকে আমার ডিউটি ছিল। কালিয়াকৈর থানায় যাওয়ার জন্য আমি সিভিল পোশাকে সাভার থানার সামনে থেকে একটি রিকশা নিয়ে থানা বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। আমার রিকশা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর প্রাইভেট কারের খুব কাছাকাছি চলে যায়।

“এতে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ির ড্রাইভার সুজন বাবু বকাঝকা করতে থাকেন। আমি তার আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দেই। পরিচয় দেওয়ার পর পরই ওই ড্রাইভার গাড়ি থেকে লোহার রড বের করে আমাকে বেধড়ক পেটাতে থাকে। আমার দুই পা রক্তাক্ত জখম হয়।”

এদিকে পরে সাভার মডেল থানা–পুলিশ বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন গাড়িটি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর। ঘটনার সময় গাড়ির চালক হিসেবে ছিলেন মো. সোহেল ওরফে বাবু।

এ বিষয়ে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ বলেন, ‘আমার গাড়ির চালক বলেই যে অন্যায় করে পার পাবে বিষয়টি এমন নয়। সে অন্যায় করেছে। সন্ধ্যার পর ঘটনাটি আমি শুনেছি। এরপর নিজেই তাঁকে থানায় নিয়ে যাই। ওসি সাহেবকে বলেছি, অবশ্যই আইন অনুসারে যেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লার গাড়ির চালক মো. সোহেল বাবুকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনন্যা ডেস্ক/ এসএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ