নিম্নআয়ের প্রবীণ নারীদের পাশে এজিং সাপোর্ট ফোরাম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘প্রবীণ নারীর জন্য ভালোবাসা’ শ্লোগানে নিম্নআয়ের ও বস্তিতে বসবাসরত প্রবীণদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে এজিং সাপোর্ট ফোরাম।
বুধবার (৫ মার্চ) রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে কমিউনিটি রিসোর্স সেন্টারে প্রবীণ নারীদের নিয়ে এক অনুষ্ঠান আয়োজন করে এজিং সাপোর্ট ফোরাম। এ সময় কল্যাণপুর পোড়া বস্তিতে বসবাসরত ২০০ নারীকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তাসমিমা হোসেন বলেন, প্রবীণদের নিয়ে কেউ কাজ করতে চায় না। বিশেষ করে প্রবীণ নারীদের পাশে কেউ থাকতে চায় না। জীবনের একটা পর্যায়ে প্রবীণ নারীরা সমাজে অবহেলিত থাকে। আজকে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিতবোধ করছি। আয়োজনের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানান তিনি।
এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাছান আলী বলেন, আমাদের ফোরাম দীর্ঘদিন যাবত প্রবীণদের নিয়ে কাজ করে। সবসময় প্রবীণদের সহযোগিতা করে আসছে। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে ‘প্রবীণ নারীর জন্য ভালোবাসা’ শ্লোগানে নিম্নআয়ের ও বস্তিতে বসবাসরত নারীদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম,
আইইডি নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান, জনউদ্যোগের আহ্বায়ক মোস্তাক হোসেন ও পুষ্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি রেবেকা সুলতানা।
বার্ধক্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল শিক্ষার্থী ২০১৩ সালে প্রবীণদের আর্থসামাজিক উন্নয়নে ‘এজিং সাপোর্ট ফোরাম’ নামে সংগঠনটি তৈরি করে। এজিং সাপোর্ট ফোরাম প্রবীণদের জন্য কাজ করা সংগঠনগুলোর সঙ্গে গবেষণা, প্রকাশনা, মানববন্ধন, সেমিনার, সভা-সমাবেশ, শোভাযাত্রা, নাটক, চিত্রাঙ্কনসহ বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে সুদীর্ঘ পথ এগিয়ে চলছে।