Skip to content

অস্কার মঞ্চে আবেগে আপ্লুত জোয়ি সালদানা

৯৭তম অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস তৈরি করলেন জোয়ি সালদানা।প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী হিসেবে তিনি অস্কার জিতলেন।

১৯৬১ সালে ‘ওয়েস্ট সাইড স্টোরি’র জন্য রিতা মোরেনোর এবং ২০২১ সালে ‘রিমেক’-এর জন্য আরিয়ানা ডিবোসের পর তিনি এই বিভাগে জয়ী তৃতীয় ল্যাটিন অভিনেত্রী।   

মঞ্চে উঠে পুরস্কার গ্রহণের পর জোয়ি কান্নায় ভেঙে পড়েন। চিৎকার করে মাকে ‘মামি, মামি’ বলে সম্বোধন করেন। ভিড়ের মধ্যে তার মাকে খুঁজতে থাকেন, চোখের জল ঝরতে থাকে জোয়ির ।

তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমার মা এখানে। আমার পুরো পরিবার এখানে। এই সম্মানে আমি অভিভূত।’এরপর জোয়ি বলেন, ‘রিতার মতো একজন মহিলার নীরব বীরত্ব, শক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং দৃঢ়চেতা মহিলাদের সম্পর্কে কথা বলার জন্য একাডেমিকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন ‘আমার সহ-মনোনীতরা, আপনারা আমাকে যে ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন তা সত্যিকারের উপহার এবং আমি ভবিষ্যতেও ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো।’

জোয়ি সেরা পরিচালকের জন্য মনোনীত জ্যাক অঁডিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন। ‘এমিলিয়া পেরেজ’-এর সকল অভিনেতা, কলাকুশলীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে নেটফ্লিক্স, সেন্ট লরেন্ট প্রোডাকশনস এবং তার দলের বাকি সদস্যদেরও ধন্যবাদ জানান।

অভিনেত্রী তার পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন। তার মা-বাবা এবং বোনদের প্রতি বলেন, ’আমি আমার জীবনে যেসব সাহসী চরিত্র বা সিনেমার করার সিদ্ধান্ত নিয়েছি  এবং ভালো কাজ করেছি তা তোমাদের কারণেই।’  তাছাড়াও এই অভিনেত্রী তার দাদিকেও ধন্যবাদ জানান আবেগ আপ্লুত হয়ে।

উল্লেখ্য, অস্কারের ৯৭তম আসরে জ্যাক অঁডিয়ার নির্মিত ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য জোয়ি সালদানা সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

সূত্র: মেরি ক্লেয়ার। অনন্যা ডেস্ক/এসএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ