Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টিতে পদ পেলেন ২০ নারী

নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক কমিটিতে স্থান পেয়েছন ২০ জন নারী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।

এনপিপি-তে স্থান পাওয়া নারীরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, তাসনুভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নুর, সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু, সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট মনজিলা ঝুমা, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা, সংগঠক (উত্তরাঞ্চল) অ্যাডভোকেট শিরিন আকতার শেলী, দ্যুতি অরন্য চৌধুরী, যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল।

এছাড়া সদস্য হিসেবে আছেন জারতাজ পারভিন (জুলাই আন্দোলনে শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা), শ্যামলী সুলতানা জেদনী, তানহা শান্তা, নাহিদা বুশরা এবং নীলা আফরোজ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ