Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মুখ দেখে নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশীন নারীরা

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি জানিয়েছেন পর্দানশীন নারীরা। এ দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে যশোর জেলা পর্দানশীন মহিলা আঞ্জুমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসার নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী অংশ নেন।

মানববন্ধনে পর্দানশীল নারীরা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীরা নাগরিকত্ব থেকে বঞ্চিত থেকেছেন। শিক্ষাসহ নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। পরিচয় যাচাইয়ের নামে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। এসব হেনস্তার অবসান হতে হবে।

সমাবেশে পর্দানশীন নারীদের সুরক্ষা ও ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলেন। এ সময় তারা পরিচয় শনাক্তে ছবি ও চেহারা মেলানোর পদ্ধতি বাতিল করে ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক চালু করার দাবি করেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ