Skip to content

বসন্তে যাদুকাটা নদীর তীরে শিমুলের লাল গালিচা 

বসন্ত মানেই প্রকৃতির এক অনন্য সাজ। ফাল্গুন এলেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাছপালায় ফুটে ওঠে রঙিন ফুলের বাহার। এরই মধ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে গড়ে ওঠা শিমুল বাগান যেন বসন্তের এক অপরূপ উপহার। হাজারো শিমুল ফুলের রক্তিম ছোঁয়ায় এই বাগান রূপ নেয় এক লাল গালিচায়, যা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা। 
 
যাদুকাটা নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ শিমুল বাগান বসন্তের প্রথম দিন থেকেই ভিন্ন রূপ ধারণ করে। চারদিকে শুধু লাল আর লাল। বাতাসে শিমুল ফুলের পাঁপড়ি উড়তে থাকে। ঘাসের উপর পড়ে তৈরি হয় লাল গালিচার মতো এক নয়নাভিরাম দৃশ্য। এই সৌন্দর্য দেখতে প্রতিবছর হাজারো মানুষ ভিড় করেন এখানে। 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামে এই বাগানটি গড়ে তোলেন বাদাঘাট ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান জয়নাল আবেদীন। ২০০২ সালে তিনি প্রায় ১০০ বিঘা জমিতে ৩,০০০ শিমুলগাছ রোপণ করেন। তাঁর স্বপ্ন ছিল এই জায়গাকে একটি প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রে পরিণত করা যা আজ সত্যি হয়েছে। 

জয়নাল আবেদীনের ছেলে রাখাব উদ্দিন বলেন, আমরা বাবার এই শিমুল বাগান নিয়মিত পরিচর্যা করি। পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিয়মিত শিমুল বাগানে মানুষের ঢল নামে। অর্ধ লক্ষাধিক পর্যটক আসে বসন্তকে বরণ করতে। দুর্গম পথ পেরিয়ে তারা এখানে এসে বসন্তের রঙিন ছোঁয়া উপভোগ করেন। 

বছরের অন্যান্য সময়ের তুলনায় বসন্তকালে এখানে পর্যটকদের সংখ্যা বহুগুণ বেড়ে যায়। তাদের নিরাপত্তার জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা নেয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ‘বিশেষ দিনগুলোতে পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং টহল ব্যবস্থা জোরদার করা হয়।’
 
গত দুই বছর ধরে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিমুল বাগানে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে এ বছর পহেলা ফাল্গুন ও শব-ই-বরাত একই দিনে পড়ায় উৎসবের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। 
 
যাদুকাটা নদীর তীরের শিমুল বাগান বসন্তের এক অনন্য আকর্ষণ। প্রকৃতির এই লাল গালিচা দেখতে প্রতি বছর হাজারো মানুষ এখানে ছুটে আসেন। বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে পড়ে পুরো হাওড়জুড়ে। উৎসবের রঙে রাঙিয়ে তোলে প্রকৃতি ও মন। প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য এই শিমুল বাগান নিঃসন্দেহে এক স্বপ্নের জায়গা।  এখানে বসন্ত আসে এক অনন্য রূপে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ