নারী ক্রিকেটারদের প্রতি অবিচার
গতকাল থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৫। প্রতিযোগিতার আগে গত মঙ্গলবার বিকেলে বিসিবি একাডেমি ভবনের সামনে উন্মোচিত হয়েছে লিগের ট্রফি। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ দলের অধিনায়করা। তবে এবারের আসরে ১০টি দলের বদলে অংশ নিচ্ছে ৯টি দল। কারণ রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ নারী দল অংশ নিচ্ছে না। এজন্য দলসংখ্যা কমে গেছে।

নারী ক্রিকেটারদের জন্য এটি কিছুটা হতাশাজনক বলে মনে করেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি৷ তিনি এবার লিগের নতুন দল শেলটেক ক্রিকেট একাডেমির নেতৃত্বে রয়েছেন। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেক সময় নারী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। যারা জাতীয় দলের বাইরে আছেন তাদের জন্য ঘরোয়া লিগই নিজেকে প্রমাণের প্রধান মঞ্চ। দল কমে যাওয়ায় এবং ম্যাচ সংখ্যা সীমিত হওয়ায় তাদের জন্য এটি হতাশার বিষয়। তবে প্রতিযোগিতার মান উন্নত হবে বলে আমি মনে করি। অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হবে।”
জ্যোতি আরও বলেন, “জাতীয় দলে জায়গা কারও জন্য নিশ্চিত নয়। অনেকেই ব্যক্তিগতভাবে প্রচুর পরিশ্রম করেন। নিজেদের খরচে একাডেমিতে অনুশীলন চালিয়ে যান। তাই এই লিগ তাদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ।” তিনি আশা প্রকাশ করেন যে লিগের মূল লক্ষ্য যেন বাস্তবে প্রতিফলিত হয়।
প্রতিযোগিতার প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে। এই ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে শিরোপাধারী মোহামেডানকে ৫৩ রানে হারায় শেলটেক।
অন্য দুটি ম্যাচে আবাহনী লিমিটেড লড়েছে বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমির বিপক্ষে, আর খেলাঘর সমাজ কল্যাণ সংঘ মুখোমুখি হয়েছে গুলশান ইয়ুথ ক্লাবের। এই ম্যাচ দুটিতে আবাহনী লিমিটেড ৪ উইকেটে এবং গুলশান ইয়ুথ ক্লাব ৭ উইকেটে জয়ী হয়েছে।
আজ বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ আনসার ভিডিপি।
এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের নারী ক্রিকেট আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।