পুরোনো শাড়ি দিয়ে নতুন পোশাক তৈরির চমৎকার কিছু কৌশল
শাড়ি বাঙালি নারীদের একটি ঐতিহ্যবাহী পোশাক। নারীদের ওয়ারড্রবে এমন অনেক শাড়ি থাকে যেগুলো হয়তো বিশেষ কোনো উপলক্ষে কেনা হয়েছিল। কিন্তু এখন আর তেমন ব্যবহার করা হয় না। আবার শাড়ির এককোণে সমস্যা দেখা দেওয়ার কারণে পুরো শাড়িটাই বাদ দিতে হতে পারে। এই অব্যবহৃত কিংবা বাদ দিতে যাওয়া শাড়ি ব্যবহার করতে পারেন নতুনভাবে। এগুলো ফেলে না দিয়ে নতুনভাবে ডিজাইন করে দারুণ সব পোশাক বানানো সম্ভব।
আনারকলি বা লং গাউন
পুরোনো কটন, সিল্ক বা জর্জেট শাড়ি দিয়ে স্টাইলিশ আনারকলি বা লং গাউন বানানো যায়। শাড়ির বর্ডার ও পাল্লু অংশটি গাউনের নিচের দিকে ব্যবহার করলে পোশাকে রাজকীয় ছোঁয়া আসবে। আর হালকা শাড়ি হলে সেটি দিয়ে ফ্লোই গাউন তৈরি করা সম্ভব যা ফরমাল বা উৎসবের জন্য আদর্শ।
লেহেঙ্গা বা স্কার্ট
যে শাড়িগুলো এখন আর পরা হয় না সেগুলো দিয়ে দারুণ লেহেঙ্গা বা ফ্লোর-লেংথ স্কার্ট বানানো সম্ভব। বিশেষ করে বেনারসি, কাতান, টিস্যু বা সিল্কের শাড়ি দিয়ে জমকালো লেহেঙ্গা বানানো যায়। চাইলে একই শাড়ির কাপড় দিয়ে চোলি ও ওড়না বানিয়ে পুরো সেট তৈরি করা যেতে পারে।
কুর্তি বা টিউনিক
সাধারণত কটন, লিনেন বা হালকা জর্জেট শাড়ি দিয়ে স্টাইলিশ কুর্তি, টিউনিক বা শর্ট ড্রেস তৈরি করা যায়। শাড়ির বর্ডার দিয়ে গলার ডিজাইন বা হাতার কাজ করা যেতে পারে। এতে পোশাকটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। চাইলে অফ-শোল্ডার বা বেল-স্লিভ ডিজাইন যোগ করে কুর্তিতে ট্রেন্ডি লুক আনা সম্ভব।
স্যারি ড্রেস বা কেপ গাউন
ওয়েস্টার্ন ফিউশন পোশাকের জন্য পুরোনো শাড়ি দিয়ে তৈরি করা যায় স্যারি ড্রেস বা কেপ গাউন। স্যারি ড্রেস মূলত এমন একটি ডিজাইন যেখানে শাড়ির মতো ড্রেপিং থাকে। কিন্তু এটি গাউন বা ড্রেসের সঙ্গে সংযুক্ত থাকে। একইভাবে কেপ গাউনও একটি ইউনিক স্টাইল যা অনুষ্ঠানে পরার জন্য আদর্শ হতে পারে।
পালাজো, প্যান্ট বা জাম্পসুট
ট্রেন্ডি ও আরামদায়ক পোশাক হিসেবে পালাজো, ট্রাউজার বা জাম্পসুট এখন বেশ জনপ্রিয়। পুরোনো শাড়ির হালকা ও নরম কাপড় দিয়ে পালাজো বা স্টাইলিশ ট্রাউজার তৈরি করা যায়। এটি কুর্তি বা টপের সঙ্গে দারুণ মানাবে। একইভাবে চাইলে জর্জেট বা সিল্ক শাড়ি দিয়ে স্টাইলিশ জাম্পসুট তৈরি করা যেতে পারে। এটি ক্যাজুয়াল ও ফরমাল দুই ধরনের লুকের জন্য উপযুক্ত।
পুরোনো শাড়ি মানেই অপ্রয়োজনীয় নয়। একটু সৃজনশীল চিন্তা ও সঠিক ডিজাইনিং-এর মাধ্যমে তা থেকে দারুণ স্টাইলিশ ও ট্রেন্ডি পোশাক তৈরি করা সম্ভব। শুধু শাড়ির উপাদান ও নকশার উপর ভিত্তি করে সঠিক ডিজাইন নির্বাচন করলেই আপনার পুরোনো শাড়ি নতুনরূপে ফিরে আসবে।