Skip to content

ভিসা ছাড়া যে ৩৯টি দেশে বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণ করা যাবে 

ভ্রমণ মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কর্মজীবনের ক্লান্তি দূর, পারিবারিক জীবনে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা উন্নতি করেছে। ২০২৪ সালের তুলনায় চার ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৩ তম স্থানে। এই সূচকটি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তবে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাওয়া দেশের সংখ্যা কিছুটা কমে গেছে। ২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪২টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা নিয়ে যেতে পারতেন যা ২০২৫ সালে এসে ৩৯টিতে নেমে এসেছে।

বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৩তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির নাগরিকরা ৯০টিরও বেশি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অপরদিকে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী। এই দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের পাসপোর্ট রয়েছে দ্বিতীয় স্থানে। তারা ১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৯টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারেন। দেশগুলো হল বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, গাম্বিয়া, টিমর-লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত এই সূচক নির্ধারণ করা হয় বিভিন্ন দেশের নাগরিকরা কতগুলো দেশে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে প্রবেশ করতে পারেন তার ভিত্তিতে। শক্তিশালী পাসপোর্টের মান নির্ধারণে প্রধানত তিনটি বিষয় বিবেচনা করা হয়। কতগুলো দেশে ভিসা ছাড়া সরাসরি প্রবেশ করা যায়। কোনো দেশে পৌঁছে সরাসরি ভিসা পাওয়া যায় কি না। বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বৃদ্ধি পায়।

বাংলাদেশ সরকার কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতে আরও বেশি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ আসতে পারে। পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করলে বাংলাদেশের পাসপোর্ট আরও শক্তিশালী হতে পারে।

বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ থাকলেও, আগের তুলনায় সংখ্যাটি কিছুটা কমেছে। তবে বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং উন্নয়নশীল অর্থনীতির কারণে ভবিষ্যতে এ তালিকা আরও বড় হতে পারে। ভ্রমণপিপাসুদের জন্য এটি অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য। আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনায় এই তথ্যগুলো সহায়ক হবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ