Skip to content

সকল ব্যবস্থাপনায় নারী দক্ষ 

সকল ব্যবস্থাপনায় নারী দক্ষ 

আমাদের সমাজে নারীদের ভূমিকা অনেক। এই সমাজ পুরুষতান্ত্রিক হলেও এই সমাজে নারীদের গুরুত্ব এবং প্রভাব কোনভাবেই অস্বীকার করা যায় না। তবে পুরুষের অগোছালো জীবন গুছিয়ে রাখতে নারীদের অবদানই বেশি। ঘর ও কর্মক্ষেত্র উভয় জায়গাতেই দক্ষ ব্যবস্থাপকের ভূমিকা পালন করেন নারীরা। পারিবারিক জীবনের সংগঠক থেকে শুরু করে কর্পোরেট অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা পর্যন্ত তারা দক্ষতা, নেতৃত্বগুণ ও সমস্যার সমাধান ক্ষমতার মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

পরিবার ব্যবস্থাপনায় নারী

পরিবার পরিচালনার ক্ষেত্রে নারীদের ভূমিকা বহুমুখী। তারা অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক দিকগুলো সঠিকভাবে সামলে সংসারের ভারসাম্য বজায় রাখেন। সকালে নাস্তা তৈরি থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, ঘরের সব কাজই নারীর ব্যবস্থাপনায় হয়।

আর্থিক ব্যবস্থাপনা

পরিবারের বাজেট তৈরি ও ব্যয় নিয়ন্ত্রণে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন খরচ পরিচালনা, সঞ্চয় ও ভবিষ্যতের জন্য বিনিয়োগ পরিকল্পনায় তারা দক্ষ। আমাদের সমাজে পরিবারের জন্য আয়ের দায়িত্ব থাকে স্বামীর উপর। তবে সেই আয় এবং ব্যয়ের ব্যবস্থাপনায় থাকেন স্ত্রী।

সময় ও সম্পদ ব্যবস্থাপনা

পরিবারের সদস্যদের সময়সূচি তৈরি, কাজের বিভাজন এবং সবার দায়িত্ব ঠিক করে দেওয়া। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কাজের সমন্বয় করা। স্বামী কখন অফিসে যাবেন, কখন বাচ্চাকে অফিসে পাঠানো হবে সবকিছুতেই থাকে নারীর ভুমিকা।

সম্পর্ক ও মানসিক সহায়তা

পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করা। মানসিক সমর্থন দেওয়া এবং পারিবারিক বন্ধন দৃঢ় করা। নারীদের নির্দেশনা সমাজের অন্যান্য সকলে সাদরে গ্রহণ করে।

কর্মক্ষেত্রে নারী ব্যবস্থাপক হিসেবে

নারীরা এখন শুধু গৃহিণী নয়, তারা কর্পোরেট জগতে, ব্যবসায় ও উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করছেন। ঘরের বাইরে যে কোন প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় নারীদের ভূমিকা অধিক। 

নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ

নারী ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং নতুন কৌশল বাস্তবায়ন করেন। ঝুঁকি ব্যবস্থাপনায় এবং কর্মপরিবেশ উন্নয়নে তারা বিশেষ ভূমিকা রাখেন।

টিম ম্যানেজমেন্ট ও সমস্যা সমাধান

নারী নেতারা কর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে টিম পরিচালনায় দক্ষ। অফিসের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে তারা কৌশলী ভূমিকা পালন করেন।

উদ্ভাবন ও সৃজনশীলতা

নারীরা নতুন আইডিয়া, প্রযুক্তি ও কৌশল কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখেন।ব্যবসা প্রসার ও নতুন বাজার সৃষ্টি করার ক্ষেত্রে তারা উদ্ভাবনী চিন্তাধারা প্রয়োগ করেন।

নারীরা ঘর ও কর্মক্ষেত্র উভয় জায়গায় দক্ষ ব্যবস্থাপকের ভূমিকা পালন করে চলেছেন। ভবিষ্যতে তাদের আরও বেশি সমর্থন, সুযোগ ও প্রশিক্ষণ দিলে তারা সমাজ ও অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এজন্য বলা যায়, সকল নারীই সফল ব্যবস্থাপক।